NAVIGATION MENU

কিছু প্রতিষ্ঠান শুধু দেশের সমালোচনাতেই ব্যস্ত: তথ্যমন্ত্রী


তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘কিছু প্রতিষ্ঠান আছে যাদের দেশের কোনো অগ্রগতি নিয়ে প্রশংসা দেখতে পাই না। শুধু দেশের সমালোচনাতেই ব্যস্ত।‘

সোমবার (২১ জুন) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক বিষয়ে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

এসময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘এ প্রতিষ্ঠানগুলো অবশ্যই দরকার আছে। তারা কোনো জায়গায় কোনো কিছুর ব্যত্যয় হলে সমালোচনা করবে। কিন্তু একই সঙ্গে দেশের কোনো অগ্রগতি, অর্জন হলে সেটির প্রশংসা করাও দায়িত্ব, এরা এগুলো করছেন না। এগুলোর সঙ্গে কিছু কিছু কাগজেও এদের কথাগুলো ফলাও করে প্রচার করা হয়। সুতরাং এদেরকে সবাই চেনে।’

তিনি বলেন, ‘বিএনপি ও তার মিত্ররা এসব অপচেষ্টা চালায়। আবার বাংলাদেশে কিছু ব্যক্তি আছেন, যারা মনে করেন তারা মহাজ্ঞানী। যখন নিজেরা মনে করেন তারা মহাজ্ঞানী, অপরের ভুল না ধরলে তিনি যে জ্ঞানী সেটি প্রমাণ করার সুযোগ হয় না। সে জন্য সব বিষয়ে ভুল ধরার জন্য কিছু ব্যক্তিবর্গ আছেন।’

এমআইআর/ওআ