ন্যাভিগেশন মেনু

কিডনি রোগে আক্রান্ত সন্তানকে বাঁচাতে মানুষের দ্বারে ভিক্ষা করছেন মা


বদরুল ইসলাম বিপ্লব

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে তিন বছর বয়সি একমাত্র সন্তানকে বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করছেন জন্মধারিনী মা। একমাত্র সন্তান সাগর দুরারোগ্য কিডনি রোগে আক্রান্ত হয়ে দিন দিন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে।

রানীশংকৈল উপজেলার নন্দুয়া ইউনিয়নের মিডডাঙ্গী পাইকারবস্তি গ্রামের বিপ্লব আলী ও জেসমিন বেগমের একমাত্র সন্তান সাগর। 

গত বছরের মাঝামাঝি সময়ে হঠাৎ করেই অসুস্থ হয়ে পরে শিশু সাগর। প্রস্রাবের রাস্তায় ইনফেকশন, রক্তে ভাইরাস ও অ্যালার্জির সমস্যা দেখা দেওয়ায় পেট ফুলে যায় শিশুটির।

দরিদ্র পিতা দিনাজপুর উত্তরা ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা করানোর পর সে খানিকটা সুস্থ হয়ে উঠলেও আবারও অসুস্থ হয়ে পড়ে। পরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।

পরে স্থানীয় লোকজনের আর্থিক সহায়তায় তাকে রংপুরে নেওয়া হলে সুস্থ হয়ে ওঠে শিশু সাগর। কিন্তু চলতি বছরের জুলাই মাসে আবারও অসুস্থ হয়ে পড়ে সে।

জন্মের পর থেকেই স্বাভাবিক থাকলেও হঠাৎ ছোট্ট সাগরের শরীরে পরিবর্তন দরিদ্র পরিবারটিকে ভাবিয়ে তুলেছে। ইতোমধ্যে  ফুলে উঠেছে তার সমন্ত শরীর, বন্ধ হয়ে যাচ্ছে তার চোখ, বেড়ে গেছে তার পেট। সন্তানের চিকিৎসার চিন্তায় মা-বাবা এখন দিশেহারা।

এ অবস্থায় শিশুটির পাশে দাঁড়িয়েছে জেলার দুটি ফেসবুকভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘হামার ঠাকুরগাঁও’ এবং ‘রানীশংকৈল ফেসবুক ব্যবহারকারী’।

বিআইবি/এডিবি/