ন্যাভিগেশন মেনু

কিরগিস্তানের প্রেসিডেন্টের পদত্যাগ


কিরগিস্তানে বিতর্কিত নির্বাচনের পর ১০ দিন ধরে চলমান বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন দেশটির প্রেসিডেন্ট সুরোনবাই জিনবেকভ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পদত্যাদের পর তিনি বলেন, নিরাপত্তা বাহিনী এবং যে সব বিক্ষোভকারী তার পদত্যাগ দাবি করছে তাদের মধ্যে সংঘাত এড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার জানায়, গত ৪ অক্টোবর অনুষ্ঠিত সংসদ নির্বাচনের পর থেকেই কিরগিস্তানে গোলযোগ চলে আসছে। জিনবেকভের মিত্রদের জয়ী ঘোষণা করার পরেই বিরোধীরা এই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে বিক্ষোভ দেখিয়ে আসছে।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিরোধী সমর্থকরা রাস্তায় নেমে আসে এবং সরকারি ভবনগুলো দখল করে নেয়। তারপর কর্তৃপক্ষ ওই নির্বাচনের ফলাফল বাতিল করে দেয়।

জিবেকভ গত সপ্তায় পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছিলেন। কিন্তু পরে তিনি জানান, নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন।

বুধবার জিনবেকভ সংসদের এই সিদ্ধান্ত মেনে নেন যে সাদির জাপারভ প্রধানমন্ত্রী হবেন।

দুর্নীতির দায়ে রাজধানী বন্দি বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রেসিডেন্ট আলমাজবেক আতামবায়েভকে মুক্ত করেন বিক্ষোভকারীরা। এ ছাড়া প্রেসিডেন্ট সুরনবাই জিনবেকোভের কার্যালয়ে ঢুকে কাগজপত্র জানালা দিয়ে বাইরে ছুড়ে ফেলে দেন। ওই সময় ভবনের কিছু অংশে আগুন জ্বলতেও দেখা যায়।

এ সময় জাপারভ এবং তার সমর্থকরা দাবি করেন যে জিনবেকভ যেন ক্ষমতা ত্যাগ করেন।

এডিবি/