ন্যাভিগেশন মেনু

কিশোরের আত্নহত্যার ঘটনায় পুলিশসহ ৪ জনের বিরুদ্ধে মামলা


চট্টগ্রামের ডবলমুরিং থানার আগ্রাবাদে তরুণ মারুফের আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত এসআই হেলাল খানসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকালে মহানগর হাকিম আদালতে মারুফের মা রুবিনা আক্তার বাদী হয়ে মামলা করেন। 

মামলাটি আমলে নিয়ে গোয়েন্দা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। 

হেলাল ছাড়া মামলার অন্য আসামিরা হলেন - পুলিশের সোর্স চান্দু, হেলাল ও রুবেল।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ কামরুজ্জামান। 

তিনি বলেন, 'মহানগর হাকিম আদালতে বাদী রুবিনা আক্তারের দাখিল করা আর্জির ওপর শুনানি শেষে আদালত আসামি হেলাল খানের বিরুদ্ধে মামলা গ্রহণ করেছেন। এই মামলাটি তদন্তের জন্য গোয়েন্দা পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।'

গত ১৬ই জুলাই নগরীর আগ্রাবাদ মসজিদ গলিতে ডবলমুরিং থানার এস আই হেলাল ও কয়েকজন সোর্স মিলে অভিযানের নামে কিশোর মারুফকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করে বলে অভিযোগ ওঠে।  এ সময় তার মা-বোনকে লাঞ্ছিত করা হয়।  মা-বোনের অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করে দশম শ্রেণির ছাত্র মারুফ। এ অভিযোগে এস আই হেলালকে সাময়িক বরখাস্ত করা হয়।

এডিবি/