ন্যাভিগেশন মেনু

ডগ স্কোয়াডে বিয়ের আসর বসাচ্ছে কলকাতা পুলিশ!


চার হাত এক করলে জীবনের সেই লগ্ন মধুর হয়। কিন্তু চার পা? তাও এক করা যায় বুঝি! ভবিষ্যতের কথা চিন্তা করে কলকাতা পুলিশ কোমর বেঁধে ঝাঁপিয়ে পড়েছে সেই কাজে। কিন্তু, চার পা এক করা কি চাট্টিখানি কথা?

কিন্তু কেনই বা এমন কাজে নামতে হল পুলিশকে? খান সাতেক শূন্যপদ পূরণ করতে হবে, হাতে সময় কম। তাই এই মাসেই টপারের সঙ্গে ফ্লোরার ‘বিয়ে’ দিতে চান গোয়েন্দা পুলিশ আধিকারিকরা। আর তাতে সিলমোহর দিয়েছে লালবাজার। পাত্রের নাম টপার।

বয়স চার। জাতে ল্যাব্রাডর। গায়ের রং হলদেটে সাদা। পেশায় বিস্ফোরক বিশেষজ্ঞ। আয় মন্দ নয়। আর পাত্রীর নাম ফ্লোরা। বয়স সাড়ে তিন বছর। গায়ের রং পাত্রের মতোই হলদেটে সাদা। তার পেশাও এক। অর্থাৎ সেও গন্ধ শুঁকে বিস্ফোরক খুঁজতে দক্ষ। তারও মাসমাইনে বাঁধা।

গোয়েন্দা পুলিশের এক আধিকারিক জানান, কলকাতা পুলিশের ডগ স্কোয়াডের ৪০ জন সদস্যের মধ্যে অনেক খুঁজেপেতে এই পাত্র ও পাত্রী বাছাই করা হয়েছে। তার কারণ শূন্যপদ পূরণ। পুলিশ ট্রেনিং স্কুলে ডগ স্কোয়াডে মোট কুকুরের পদের সংখ্যা এখন ৪৮। এর মধ্যে কর্মরত অবস্থায় ছিল ৪১টি। তার মধ্যে কিছুদিন আগেই মৃত্যু হয়েছে রোজা নামে একটি বেলজিয়ান শেফার্ডের।

তার বদলে একই জাতের অন্য একটি কুকুর শাবক নিয়ে আসার চেষ্টা চলছে। এরপরও সাতটি পদ শূন্য রয়েছে। সাধারণভাবে ডগ ব্রিডারদের কাছ থেকে নতুন কুকুর শাবক কিনে নিয়ে আসে কলকাতা পুলিশ। তাতে অনেক খরচও হয়। এবার সেই খরচ এড়াতে ডগ স্কোয়াড চত্বরেই নিজস্ব কুকুর দিয়েই প্রজনন করানোর পরিকল্পনা করে গোয়েন্দা পুলিশ।

এর আগেও গোয়েন্দা কুকুরের প্রজনন হয়েছে। তবে ‘কনে’ পুলিশের হলেও ‘পাত্র’ ছিল বাইরের। এবার গোয়েন্দা আধিকারিকরা খতিয়ে দেখেন, ডগ স্কোয়াডের মধ্যেই রয়েছে প্রজননক্ষম কুকুর।

 কিন্তু তার জন্য বাছাইয়ের কাজও খুব গুরুত্বপূর্ণ ছিল। শেষ পর্যন্ত চিকিৎসকদের সঙ্গে আলোচনার পর ‘পাত্র-পাত্রী’ হিসেবে বেছে নেওয়া হয় টপার ও ফ্লোরাকে। এরপর এই প্রস্তাব লালবাজারে পাঠানো হয়। প্রস্তাবে রাজি হন লালবাজারের গোয়েন্দা কর্তারা।

এস এস