ন্যাভিগেশন মেনু

কুমিল্লায় ১০২ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে র‍্যাব


কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ১৫ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ১০২ কেজি গাঁজাসহ তিন মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শুক্রবার (২৫ জুন) দিবাগত রাতে আমতলী বিশ্বরোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো - কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুবর্ণপুর গ্রামের মাইন উদ্দীনের ছেলে মো. ওমর ফারুক (২৬), একই উপজেলার জয়নগর গ্রামের মৃত আলকাছ মিয়ার ছেলে মো. অবদুল হাদি (৩৭) ও টঙ্গীর আরিচপুরের আব্দুল মজিদের ছেলে মো. আবদুর রহিম (২৪)।

র‍্যাব-১১ কুমিল্লা সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী বিশ্বরোড এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব। এ সময় ঢাকাগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১০২ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে তিন মাদকব্যবসায়ীকে আটক করা হয়।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ‘র‍্যাবের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শনিবার আদালতের মধ্যেমে তাদের কুমিল্লা কারাগারে পাঠানো হবে।’

এসএ/এডিবি/