ন্যাভিগেশন মেনু

কুলীন ইয়াবা কক্সবাজার থেকে রাজশাহী গেল উড়োজাহাজে


যৌন ও মাদক পণ্য হিসেবে খ্যাতি রয়েছে ইয়াবা’র। তাই এবার  কক্সবাজার থেকে উড়োজাহাজে করে  রাজশাহী গেল কুলীন ইয়াবা। রাজশাহীতে প্রায় সাড়ে নয় হাজার ইয়াবাসহ সন্দেহভাজন তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে  র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।

 র্যাবের জানিয়েছে, এসব ইয়াবা কক্সবাজার থেকে উড়োজাহাজে করে রাজশাহীতে নেওয়া হয়। মঙ্গলবার রাত আড়াইটার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার বড়বড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও ইয়াবা জব্দ করা হয়।

গ্রেপ্তার তিনজন হল- কক্সবাজারের টেকনাফ থানার মো. সৈয়দ আলম (৩৯), চারঘাট উপজেলার বড়বড়িয়া গ্রামের মোছা. চাঁন বানু (৪২) ও তাঁর মেয়ে মোছা. সম্পা খাতুন (২০)। র্যাবের অভিযান টের পেয়ে পালিয়ে যান একই এলাকার মো. সিদ্দিকুর রহমান (৪৪) ও টেকনাফের মো. আবদুল মজিদ (২৩)।

 বুধবার দুপুরে র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ মঙ্গলবার রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। বাড়ির মালিক সিদ্দিকুর রহমান ও টেকনাফ থেকে আসা আবদুল মজিদ বাড়ির জানালা ভেঙ্গে পালিয়ে যায়।

এ সময় ওই বাড়ির ড্রেসিং টেবিলের নিচে স্কচ ট্যাপ দিয়ে মোড়ানো অবস্থায় ৯ হাজার ৩১৫টি ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া নগদ ২৩ হাজার টাকা, চারটি মোবাইল ফোনসেট, পাঁচটি সিমকার্ড ও তিনটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়। রাজশাহী মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল অভিযান পরিচালনা করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই চক্র দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে রাজশাহীতে ইয়াবা আনে। আর রাজশাহী থেকে কক্সবাজারে ফেনসিডিল নিয়ে যায়। এ ঘটনায় র্যাব বাদী হয়ে চারঘাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।

ওই মামলায় বুধবার সকালে আটক ব্যক্তিদের গ্রেপ্তার দেখিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

এস এস