ন্যাভিগেশন মেনু

কুষ্টিয়ায় উদ্বোধনী দিনে টিকা নিলেন প্রায় ১০০ জন


কুষ্টিয়ায় টিকাদান কর্মসূচির উদ্বোধনী দিনে নিবন্ধন করা প্রায় ১০০ জনকে করোনা টিকা দেওয়া হয়েছে।

রবিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১২টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা টিকাদান কার্যক্রমের উদ্বোধন করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সংসদ সদস্য মাহাবুব উল আলম হানিফ। জেলায় তিনিই প্রথম টিকা নেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চারটি বুথে এই টিকা দেওয়া হয়। এ পর্যন্ত প্রায় আড়াই হাজার মানুষ টিকা নিতে নিবন্ধন করেছেন। সকাল ৮টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত জেলা উপজেলা হাসপাতাল, পুলিশ লাইনসহ কয়েকটি পয়েন্টে নিবন্ধিত মানুষের মধ্যে টিকা দেওয়া হবে বলে জানা গেছে।

কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, জেলা প্রশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত, জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, কুষ্টিয়া আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোটেক অনুপ কুমার নন্দী, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সিনিয়র মেডিসিন বিশেষজ্ঞ মুসা কবির, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু প্রমূখ করোনা টিকা নেন।

সিবি /এডিবি