ন্যাভিগেশন মেনু

কুষ্টিয়ায় দুইপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫


কুষ্টিয়ায় পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে দুইপক্ষের সমর্থকদের সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সুত্র জানিয়েছে, শুক্রবার রাত ১০টার দিকে ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাহবুবর রহমান পাখি, তার ভাই ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রমজান ও সমর্থক সোহেল সরকারসহ অন্যরা ত্রিমোহিনী বটতলা মোড়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় বর্তমান কাউন্সিলর ও প্রার্থী রবিউল ইসলাম রবি দলবল নিয়ে অচমকা পাখি ও তার ভাইয়ের উপর হামলা চালায়।

এ সময় সোহেল বাঁধা দিলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় রবি ও তার লোকজন। ধাক্কায় মাটিতে পড়ে অসুস্থ হয়ে পড়েন সোহেল। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন পাখির ভাই মাজহারুল ইসলাম রমজান ও মোস্তাফিজুর রহমান।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজকের বাংলাদেশ পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে দুই প্রার্থীর মধ্যে সংঘর্ষে ধস্তাধস্তির সময় হার্ট অ্যাটাক করে একজন মারা গেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এ বিষয়ে মামলা হচ্ছে। সকলকে আইনের আওতায় আনা হবে।

আই ওয়াই/এস এ/এডিবি