ন্যাভিগেশন মেনু

কুষ্টিয়ায় নিখোঁজের ১০ দিন পর ট্রলিচালকের মরদেহ উদ্ধার


কুষ্টিয়ার মিরপুরে নিখোঁজের দশদিন পর জাহাবুল (২২) নামে এক ট্রলিচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ জানুয়ারি) সকালে মিরপুর উপজেলার তালবাড়িয়া বালুরঘাট থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

জাহাবুল মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউপি'র শাকদহচর গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

জাহাবুলের পারিবারিক সূত্রে জানা যায়, জাহাবুল পেশায় একজন ট্রলিচালক ছিলেন। গত ১৯ জানুয়ারি ট্রলি নিয়ে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন কাঞ্চনপুর গ্রামে জসিমের ইটভাটায় মাটিকাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিলো না।

পরিবারের লোকজন আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। এ ব্যাপারে তার ভাই মাহাবুল ইসলাম গত ২৪ জানুয়ারি মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার নং-৯৭০।

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, ‘শুক্রবার সকালে স্থানীয়রা তালবাড়িয়া বালুরঘাটে অর্ধগলিত অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সেখান থেকে মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের লোকজন এসে এটি নিখোঁজ জাহাবুলের বলে সনাক্ত করেন। ধারণা করা হচ্ছে, জাহাবুলকে হত্যা করে মরদেহ ওই স্থানে ফেলে রাখা হয়েছে। ইতোমধ্যে পুলিশ ক্লু সংগ্রহ করে সে অনুযায়ী হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেপ্তারের জন্য মাঠে নেমেছে।’

আই ওয়াই/এমআইআর/এডিবি