ন্যাভিগেশন মেনু

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাইসহ নিহত ৩


কুষ্টিয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাইসহ তিন জন নিহত হয়েছেন। ভেড়ামারা উপজেলার বারো মাইল নামক স্থানে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক ড্রাইভার রাশেদ (৩৮) ও হেলপার ইয়াছিন (৩০) ঘটনাস্থলেই নিহত হন।

বুধবার (৩ জানুয়ারি) বারো মাইল সাহারা ফিলিং ষ্টেশনের সামনে ঢাকা মেট্রো-ড-১২-০৫২৪ এবং যশোর-ট- ১১-৪৮৭৩ দুটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এত ঢাকা মেট্রো-ড-১২-০৫২৪ ট্রাকের ড্রাইভার, হেলপার ঘটনা স্থলেই নিহত হন।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শাহজালাল আজকের বাংলাদেশ পোস্টকে বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ট্রাক ড্রাইভার রাশেদ যশোর জেলার সাত পাঁচবাড়িয়ার আবুল হোসেনের ছেলে এবং হেলপার ইয়াছিন একই উপজেলার ছইর উদ্দিনের ছেলে। নিহত দুজন শ্যালক এবং দুলাভাই বলে জানা গেছে।

ঘটনার সংবাদ শুনে ভেড়ামারা ফায়ার সার্ভিস ও ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের দরজা ভেঙ্গে লাশ দুটি বের করে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে বলেও জানান তিনি।

অন্যদিকে কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন। নিহত ইটভাটা শ্রমিক চাঁদু আলী মল্লিক পৌরসভার নওপাড়া মহল্লার মৃত আজিজুল ইসলাম মল্লিকের ছেলে।

বুধবার সকালে কুষ্টিয়া মেহেরপুর সড়কের নওপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সকালে চাঁদু বাইসাইকেল যোগে ভাটায় যাচ্ছিলো। এ সময়ে কুষ্টিয়াগামী একটি ড্রাম ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলের তার মৃত্যু হয়। পরে বিক্ষুব্ধ জনগণ ৩টি ড্রাম ট্রাক ভাংচুর করে। মিরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সিবি/ওআ