ন্যাভিগেশন মেনু

কুষ্টিয়ায় মালবাহী ট্রেন ও রেলওয়ে ট্রলি সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি


কুষ্টিয়ায় মালবাহী ট্রেন ও রেলওয়ে ট্রলির মুখোমুখি সংঘর্ষে ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ২৪ ঘন্টার (শনিবার) মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (৫ মার্চ) রাতে পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) মোহাম্মদ শাহীদূল ইসলাম এ সব তথ্য নিশ্চিত করেন।

এ দুর্ঘটনায় দায়িত্ব এবং কর্তব্যে অবহেলার অভিযোগে রেলওয়ের পারমানেন্ট ওয়ে ইন্সপেক্টর সাইফুল ইসলামকে সাময়িক বারখাস্ত করা হয়েছে।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ করা স্টেশনে কর্মরত এক কর্মচারী (লাইনম্যান) মো. ইব্রাহীম বলেন, ‘ট্রলির শ্রমিকদের বারবার ট্রলি সরিয়ে নিতে বলা হয়েছিল। কিন্তু ট্রলির শ্রমিকেরা ট্রলি না সরিয়ে নিয়ে উল্টো লাল নিশানা দিয়ে ট্রেন থামানোর কথা বলেন। কিন্তু ততক্ষণে ট্রেন ঢুকে পড়ায় দুর্ঘটনা ঘটে।‘

পাকশী রেল বিভাগের বিভাগীয় প্রকৌশলী-১ বীরবল মন্ডল বলেন, ‘ট্রেন দুর্ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামীকাল শনিবার তদন্ত কমিটি সরেজমিনে ঘটনাস্থলে পৌছে তদন্ত শুরু করবেন। রেলওয়ের নিয়মানুযায়ী অন দ্য স্পট তদন্ত রিপোর্ট নেওয়া হবে। এদিকে এ দুর্ঘটনার পর থেকে কুষ্টিয়া-রাজবাড়ী ও রাজশাহী-টুঙ্গিপাড়া রেলপথে পাঁচটি ট্রেনের চলাচল বন্ধ রয়েছে।’

এর আগে শুক্রবার (৫ মার্চ) দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী রেলপথে কুষ্টিয়া স্টেশন সংলগ্ন মিলপাড়া এলাকায় মালবাহী ট্রেনের সঙ্গে রেলওয়ে ট্রলির মুখোমুখি সংঘর্ষের এ ঘটনা ঘটে। সংঘর্ষে কেউ হতাহত হয়নি। তবে মালবাহী ট্রেনের মাঝের পাঁচটি বগি লাইনচ্যুত হয়। মালবাহী ট্রেনটিতে মোট ২২টি বগি রয়েছে। প্রতিটি বগি গমভর্তি ছিলো। ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে ফরিদপুর যাচ্ছিল।

ট্রেনের চালক মোস্তাফিজুর রহমান বলেন, ‘কুষ্টিয়াা স্টেশন থেকে ক্লিয়ারিং পাওয়ার পর তিনি ট্রেনটি নিয়ে কুমারখালীর দিকে যাচ্ছিলেন। ২০০ গজ যাওয়ার পর মিলপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে এসে তিনি দেখতে পান রেললাইনের ওপরে রেলের একটি ট্রলি দাঁড়ানো অবস্থায় আছে। কিন্তু ট্রেন থেকে ট্রলিটি মাত্র ৫০ গজ দূরে অবস্থান করায় তিনি তা দেখতে পেয়ে ব্রেক কষেও ট্রেন থামাতে পারেননি।’

মালবাহী ট্রেন ও রেলওয়ে ট্রলির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তদন্ত টিমের একটির অহ্বায়ক হচ্ছেন পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) আশীষ কুমার মন্ডল। কমিটির অন্য চার সদস্য হচ্ছেন - পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) মোহাম্মদ নাসির উদ্দিন, পাকশী বিভাগীয় প্রকৌশলী বীরবল মন্ডল, পাকশী বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী এস এম রাজিব বিল্লাহ এবং পাকশী বিভাগীয় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ডেন্ট রেজওয়ান উর রহমান।

আই ওয়াই/এমআইআর /এডিবি