ন্যাভিগেশন মেনু

কুষ্টিয়ায় শিক্ষক দম্পত্তির বিরুদ্ধে দুদকের মামলা


কুষ্টিয়ায় স্কুলের সম্পত্তি আত্মসাত ও জ্ঞাত আয় বহির্ভূত কোটি টাকা উপার্জনের দায়ে কুষ্টিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক খলিলুর রহমান (৫৭) ও তার স্ত্রী বিলকিস রহমানের (৪৭) বিরুদ্ধে দুদক পৃথক দুটি মামলা দায়ের করেছে।

সোমবার (৮ মার্চ) বিকেলে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক (দায়িত্বপ্রাপ্ত) তহিদুল ইসলামের আদালতে মামলা দুটি দায়ের হয়েছে। 

দুদক কুষ্টিয়া জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ জাকারিয়া স্বাক্ষরিত এজাহারটি আদালতে দাখিল করেন দুদকের কৌঁসুলি অ্যাডভোকেট আল মুজাহিদ মিঠু।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০২ সালের ৮ অক্টোবর হতে ২০২০ সালের ১৮ আগষ্ট সময়কাল পর্যন্ত কুষ্টিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক খলিলুর রহমানের গৃহবধু স্ত্রী শহরের ১৭/৩,জাহের আলী সড়ক, পেয়ারাতলার বাসিন্দা বিলকিস রহমান (৪৭) জ্ঞাত আয় বহির্ভুত ৫৫ লাখ ৩৩ হাজার ৫৬৪ টাকা আয় করেছেন। দুদক তদন্তকালে প্রশ্নের জবাবে কোনো সদুত্তর দিতে পারেননি যা দুদক আইন ২০০৪ এর দ:বি: ২৬(২) এবং ২৭(১) তৎসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইনের সুষ্পষ্ট লংঘন।

একইভাবে প্রধান শিক্ষক সদর উপজেলার পাহাড়পুর গ্রামের বাসিন্দা মৃত: ময়েন উদ্দিন আহমেদের ছেলে মো: খলিলুর রহমান ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারী হতে ২০২০ সালের ১৮ আগষ্ট সময়কালের মধ্যে ৫২ লাখ ৫৫ হাজার, ১৬৯ টাকা আয়ের বৈধ কোন উৎস দেখাতে ব্যর্থতাসহ তদন্তকালে সদুত্তর দিতে না পারায় তিনি স্ত্রী বিলকিস রহমানের মতোই অভিন্ন ধারার অপরাধ সংঘটিত হয়েছে মর্মে প্রতীয়মান হওয়ায় খলিলুর রহমানের বিরুদ্ধে পৃথক মামলা করেছে দুদক।

দুদকের মামলা সংক্রান্ত বিষয়ে জানতে চেয়ে কুষ্টিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক খলিলুর রহমানের মুঠোফোনে কল করলে তা বন্ধ পাওয়া যায়।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: একে এম মুনির বলেন, দুদকের মামলার বিষয়ে আমি শুনেছি। এটা প্রধান শিক্ষকের ব্যক্তিগত বিষয়ে সাথে সম্পৃক্ত। স্কুলের সাথে এর কোনো সম্পর্ক নেই।

আইওয়াই/ ওয়াইএ/এডিবি