ন্যাভিগেশন মেনু

কুড়িগ্রামে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫


কুড়িগ্রামের রৌমারী ও ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকয় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ৮ কেজি গাঁজা এবং ৪৭৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গত ২৪ ঘণ্টায় পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার এবং মাদক দ্রব্যগুলো উদ্ধার করে পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং বিজিবি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রৌমারী থানার ডিউটি অফিসার এসআই মো. রফিকুল ইসলাম আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী লিটন মিয়াকে (৩৫) তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। সে রৌমারী উপজেলার সুখেরবাতি গ্রামের আব্দুল জলিলের ছেলে।

কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিদর্শক আব্দুর রহমান জানান, ফুলবাড়ী উপজেলার যতীন্দ্র নারায়ণ এলাকা থেকে ৩ কেজি গাঁজাসহ এনামুল হক স্বপন (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সে একই উপজেলার উত্তর কবির মামুদ গ্রামের ছমির উদ্দিনের ছেলে। তাকে থানায় সোপর্দ করা হয়েছে।

অন্যদিকে বিজিবি সাড়ে ৫ কেজি গাঁজা এবং ৭৮ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে। এরমধ্যে শিমুলবাড়ী ইউনিয়নের জুম্মাপাড়া এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশার সিটের নিচে লুকিয়ে নিয়ে যাওয়ার সময় সাড়ে ৫ কেজি গাঁজা উদ্ধারসহ আমির হামজা (২৪) ও আব্দুল হালিম বাবু (২২) নামের দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। তারা গোড়কমণ্ডল গ্রামের আজিজুল হকের ছেলে।

এছাড়া, একই উপজেলার বানিয়াটারী গ্রামের মুনছার আলীর ছেলে জাহাঙ্গীর আলমকে (৩৬) ৭৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে বিজিবি।

সিবি/এডিবি