ন্যাভিগেশন মেনু

কুড়িগ্রামে স্কুলছাত্রী হত্যায় যুবকের আমৃত্যু কারাদণ্ড


কুড়িগ্রামের রৌমারীতে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে হত্যার অভিযোগে আনোয়ারুল ইসলাম (২৬) নামে এক যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে কুড়িগ্রামের জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান এ রায় দেন।

মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন আব্রাহাম লিংকন এবং আসামীপক্ষে আইনজীবী ছিলেন ফখরুল ইসলাম।

মামলার বিবরণে জানা যায়, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ২০১৫ সালের ১৪ জুন রৌমারী উপজেলার শৌলমারী এম আর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী আরজিনা খাতুনকে বাড়িতে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত আরজিনা খাতুনের মা বাদী হয়ে রৌমারী থানায় আনোয়ারুলকে আসামী করে হত্যা মামলা করেন।

কুড়িগ্রাম জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্রাহাম লিংকন দণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘ শুনানির পর আনোয়ারুল ইসলামকে দোষী সাব্যস্ত করে সোমবার দুপুরে এই হত্যা মামলায় আসামীকে আমৃত্যু কারাদণ্ড ঘোষণা করা হয়।

এস এ /এডিবি