ন্যাভিগেশন মেনু

কুয়াকাটায় পর্যটন কেন্দ্রের দ্বার খুলছে বৃহস্পতিবার


দেশের অন্যান্য পর্যটন কেন্দ্রের মতো সূর্যোদয় আর সূর্যাস্তের বেলাভূমি কুয়াকাটার দরজা পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে  বৃহস্পতিবার (১৯ আগস্ট) থেকে। এখন সাগরকন্যা কুয়াকাটা পর্যটকদের বরণ করতে প্রস্তুত।

দীর্ঘদিন করোনা মহামারির কারণে কুয়াকাটা সমুদ্র সৈকত বন্ধ থাকার পর পর্যটননির্ভর ব্যবসায়ীরা ব্যস্ত হয়ে পড়েছেন। কভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় কুয়াকাটায় আসতে পারেনি পর্যটকরা। এখন সীমিত পরিসরে পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার ঘোষণায় হোটেল-মোটেলগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।

সৈকত লাগোয়া ব্যবসায়ীরা নতুন নতুন জিনিষের পসরা সাঁজিয়েছেন। চারদিকে সাঁজ সাঁজ রব। করোনার ধাক্কা কাটিয়ে ওঠার প্রতীক্ষায় আছেন ব্যবসায়ীরা।

গত ১ এপ্রিল থেকে দ্বিতীয় মেয়াদে কুয়াকাটায় পর্যটকদের সমাগম নিষিদ্ধ করে জেলা প্রশাসন। এরপর থেকেই পর্যটকশুন্য হয়ে পড়ে  কুয়াকাটা। নতুন করে ধাক্কা খায় পর্যটনশিল্প। এরপর টানা ৩৯ দিন বন্ধের পর খুলছে হোটেল-মোটেলগুলো।

কুয়াকাটা সৈকতে সংকট কাটানোর অপেক্ষায় প্রহর গুনছেন বেঞ্চ ও কিটকট ভাড়া দেওয়ার মালিক ও ফটোগ্রাফাররা।

রাখাইন মহিলা মার্কেট, সৈকত লাগোয়া মার্কেটগুলো দীর্ঘদিন ধরে বন্ধ থাকার ফলে যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নেওয়ার আশা করছেন ব্যবসায়ীরা।

সরেজমিনে দেখা যায়, কুয়াকাটার মুল আকর্ষণ রাখাইন নারীদের হস্তচালিত তাঁতগুলো ও তাদের তৈরি তাঁতপণ্য বিক্রির দোকানগুলো পরিষ্কার করা হচ্ছে। সৈকতে চেয়ার-ছাতা বসানোর কাজ করছেন ব্যবসায়ীরা। আর সৈকতের ফটোগ্রাফাররা আবার হলুদ পোশাক পরে ক্যামেরা কাঁধে ঝুলিয়ে সৈকতের আশেপাশে ঘুরছেন।

বিচ ফটোগ্রাফার মো. মোস্তাফিজ বলেন, 'পরিবার নিয়ে এতোদিন কষ্টে দিন কাটিয়েছি।' পর্যটকরা আসবেন, তাই তারা আবার নতুন করে আশার আলো দেখছেন।

কুয়াকাটার আচার ব্যবসায়ী মো. আল আমিন জানান, 'পর্যটনকেন্দ্র বন্ধ থাকার ফলে দোকানের আচার পচে গেছে বাকিটা মেয়াদকরার ফলে কয়েক মাস ধরে দোকানের মালামাল যে অবস্থায় ছিল, সে অবস্থায়ই পড়ে আছে। এখন দোকান পরিষ্কার করে নতুন করে সাঁজাবো।'

কুয়াকাটার মাহিম তাঁত ফ্যাশনের মালিক মো.আনোয়ার হোসেন জানান, 'লক্ষ লক্ষ টাকা গচ্চা গেছে এই লকডাউনে। আসা করছি কিছুটা হলেও ক্ষতি কাটিয়ে উঠতে পারবো।'

কুয়াকাটা কনফিডেন্স ট্যুরিজমের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইদুর রহমান বলেন, 'কুয়াকাটা পর্যটকদের জন্য খুলে দেওয়ায় অর্থ সংকট কাটানোর অপেক্ষায় আছেন হাজার হাজার ব্যবসায়ী।'

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ বলেন, 'সরকারের নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনেই তারা পর্যটকদের হোটেলে ব্যবস্থাপনা করবেন।'

সিবি/এডিবি/