ন্যাভিগেশন মেনু

কুয়াকাটা সৈকতে ৭ ফুট দৈর্ঘ্যের মৃত ডলফিন


কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় আবারও একটি ৭ ফুট দৈর্ঘ্যের মৃত ডলফিন ভেসে এসেছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৬ টার দিকে কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে ৫ কিলোমিটার পূর্বে কুয়াকাটা সৈকতের ফরেস্ট অফিস ঢালা সংলগ্ন এলাকায়  ডলফিন রক্ষা কমিটি'র সদস্য কে এম বাচ্চু মৃত ডলফিনটি দেখতে পায়। পরে কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডারকে জানানো হয়।

ডলফিন রক্ষা কমিটির অন্যতম সদস্য কে এম বাচ্চু জানান, 'সকালে সমুদ্র সৈকতের বৈরী আবহাওয়ার ছবি তোলার জন্য বের হলে দ্বিতীয় ঝাউবাগানের পরে সৈকত মৃত ডলফিনটি দেখতে পাই। ধারণা করা হচ্ছে, সকালের জোয়ারে পানিতে ডলফিনটি ভেসে আসে। মাছটির মাথায় ও গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। দেখে মনে হয়  ৮/১০ দিন আগে এটির মৃত্যু হয়েছে।'

ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, 'আজকেও একটি মৃত ডলফিন কুয়াকাটা সৈকতে ভেসে আসছে, আমাদের সদস্যদের মাধ্যমে জানতে পেরে আমাদের টিম ওখানে পর্যবেক্ষণ করেছে।'

এর আগে গত ২৩ তারিখ একটি ৫ ফুট লম্বা মৃত ডলফিন ভেসে এসেছিল। এই নিয়ে চলতি ২০২১ সালে প্রায় ২২টি মৃত ডলফিন কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে আসলো।

পটুয়াখালী উপকূলীয় বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. তারিকুল ইসলাম বলেন, কুয়াকাটা রেঞ্জের দায়িত্বে থাকা কর্মকর্তাকে সরেজমিনে রিপোর্ট পাঠিয়েছি। পোস্টমর্টেম রিপোর্টের জন্য কিছু অংশ রেখে বাকি অংশ বালিচাপা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সিবি/এডিবি/