ন্যাভিগেশন মেনু

কুয়াশার আবরনেও শ্রীমঙ্গলে বসন্তের দোলা


মৌলভীবাজার প্রতিনিধি: বলা চলে শীতের এখন বিদায়ের পালা।

দিনে গরম অনুভূত হলেও মাঝরাতে বেশ শীত লাগে। কাঁথাতেও মানাতে চায় না। আর প্রকৃতিতে এখন ঋতুরাজ বসন্ত।

চায়ের রাজধানী শ্রীমঙ্গলসহ পুরো মৌলভীবাজার জেলা জুড়ে অসময়ে ঢাকছে শীতের কুয়াশায়। নতুন করে সুসজ্জিত হতে প্রস্তুত এখন প্রকৃতি।

ধীরে ধীরে শীতের তীব্রতা কমে গেলেও এখানে কুয়াশার দাপট কমেনি এখনো। ভোর থেকেই কুয়াশার চাদরে ঢাকা পড়ে যায় পুরো মৌলভীবাজার। জেলার প্রত্যেকটি উপজেলায় ভোর থেকে প্রতি উপজেলায়ই আচ্ছন্ন ছিল ভারি কুয়াশা।

জেলার শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী মো. জাহেদুল ইসলাম মাসুম বলেন, সোমবার শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপামাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে  রবিবার ছিল ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ক্রমান্বয়ে তাপমাত্রা এখন বাড়তে থাকবে।

এস এ / এস এস