ন্যাভিগেশন মেনু

কৃষককে ন্যায্য মূল্যে দিতেই ধান ও চালের দাম নির্ধারণ: খাদ্যমন্ত্রী


প্রধানন্ত্রীর নির্দেশে কৃষককে ন্যায্য মূল্যে দিতেই সরকার এবার ধান ও চালের দাম নির্ধারণ করেছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

তিনি বলেন, ‘সরকার এবার ২৭ টাকা কেজি দরে সাড়ে ৬ লাখ মেট্রিক টন ধান ও ৪০ টাকা কেজি দরে ১০ লাখ টন সিদ্ধ চাল ও ৩৯ টাকা দরে দেড় লাখ মেট্রিক টন আতপ চাল কৃষকদের কাছ থেকে ক্রয় করবেন।’

বুধবার (২৮ এপ্রিল) দুপুরে নওগাঁ, বগুড়া, দিনাজপুর, নেত্রকোনাসহ ৯টি জেলায় ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বোরো ধান ক্রয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘অনেকেই বরাদ্দ বাড়ানোর কথা বলেছেন। আগে আমরা দেখবো যদি কৃষকেরা নায্যমূল্যে থেকে বঞ্চিত হয় তাহলে বরাদ্দ বাড়ানো হবে। তবে আগে আমাদের কাঙ্খিত লক্ষে পৌঁছাতে হবে। কোন ক্রমেই এই লক্ষে পৌঁছাতে গাফলতি করা যাবে না।’

তিনি বলেন, ‘কৃষক ও মিল মালিকদের সাথে ভালো ব্যবহার করে দেশের খাদ্য মজুদ গড়ে তুলতে হবে। এ ছাড়াও কোন কৃষক যাতে গুদামে ধান দিতে এসে হয়রানির ও নির্যাতনের শিকার না হয়। এবং লেবাররা যেন অতিরিক্ত ধান না নেয় সেই দিকে আমাদের তীক্ষ্ণ নজর রাখতে হবে। তবে ধান-চালের কোয়ালিটির সাথে কোন আপোস নেই। কারণ এই চাল আমরা মিলে ক্রয় করি। সেগুলো আবার ওএমএস ডিলারের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের জন্য দরিদ্রদের মাঝে দেওয়া হয়। এছাড়াও সেনাবাহিনী, পুলিশ বাহিনী থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যায়। তাই আমরা এই দুর্নামের ভাগি হতে চাই না।’

এমআইআর/ এডিবি/