ন্যাভিগেশন মেনু

আটঘরিয়ায় হাঁসপালনে সাফল্যে এসেছে সখিনার ঘরে


সংসারের কাজ-কমের্র পাশাপাশি হাঁস পালন করে সাফল্যের মুখ দেখেছেন সখিনা খাতুন। প্রথমে ১০/১৫টি হাঁসের বাচ্চা নিয়ে বাড়ির আঙ্গিনায় শুরু করেন হাঁস পালন। এরপর ধীরে ধীরে বড় পরিসরে হাঁস পালন শুরু করেন। বর্তমানে সখিনার নিজ বাড়িতে এক হাজার হাঁসের একটি খামার গড়ে তোলেছেন।

নিজের কোনো জমিজমা না থাকলেও পাশে খালবিলে তিনি হাঁস পালন শুরু করেন।

সরজমিনে দেখা গেছে, মাস ছয়েক আগে তিনি মান্নান নগর হ্যাচারি থেকে ৫০০ হাঁসের বাচ্চা নিয়ে একটি খামার শুরু করেন। পর্যায়ক্রমে সব হাঁসে ডিম দিতে শুরু করেছে। সখিনা নিজে ও তার ছেলে খামারে হাঁস দেখাশুনা করেন। তার দেখাদেখি ওই এলাকার অনেক পরিবার হাসের খামার গড়ার জন্য পরামর্শ নিচ্ছেন।

খামারি সখিনা খাতুন বলেন, আমি প্রথমে ৫০০ হাঁসের বাচ্চা দিয়ে ছোট পরিসরে একটি খামার গড়ি। সেই থেকে বর্তমানে আমার খামারে ক্যাম্পবেল জাতের হাঁস আছে। বর্তমানে এই হাঁস ডিম দেওয়া শুরু করেছে। প্রতিদিন ৪০০ থেকে সাড়ে ৪০০ ডিম দিচ্ছে। এতে আমার খরচ বাদ দিয়ে ভালো লাভ হচ্ছে।

তিনি বলেন, যদি কেউ হাঁসের খামার গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেন, যদি পরামর্শ নিতে চান তবে তাদেরকে আমি এ বিষয়ে পরামর্শ দিয়ে থাকি।

সিবি/এডিবি