ন্যাভিগেশন মেনু

কৃষ্ণসাগরে আরও গ্যাসের খনির সন্ধান


কৃষ্ণসাগরে আরও ৮৫ বিলিয়ন কিউবিক মিটার প্রাকৃতিক গ্যাসের সন্ধান পেয়েছে তুরস্ক।

শনিবার (১৭ অক্টোবর) এক ঘোষণায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এ তথ্য জানিয়েছেন।

এরদোয়ান বলেন, তুরস্কের ইতিহাসে এতো বড় প্রাকৃতিক হাইড্রোকার্বণের খনি এর আগে আবিষ্কার হয়নি। তেল-গ্যাস অনুসন্ধানকারী জাহাজ ফেইথ এই সন্ধান পেয়েছে।

তিনি আরও বলেন, নতুন এই আবিষ্কারে কৃষ্ণসাগরে সাকারইয়া গ্যাস ফিল্ডের মজুদ গিয়ে দাঁড়ালো ৪০৫ বিলিয়ন কিউবিক মিটারে।

নতুন গ্যাস খনি আবিষ্কারের তথ্য ঘোষণা করতে গিয়ে তুর্কি প্রেসিডেন্ট বলেন, আগস্টে আমরা ৩২০ বিলিয়ন কিউবিক মিটার গ্যাসের সন্ধান পেয়েছি। মজার বিষয় হচ্ছে আমাদের হাতে আরও ভালো সংবাদ আছে।

উল্লেখ্য, আবিষ্কৃত খনিগুলো তুরস্কের উত্তরে উপকূলীয় এলাকার ১৭০ কিলোমিটার জুড়ে বিস্তৃত। তুর্কি সরকার নিয়ন্ত্রিত সাকারিয়া গ্যাস ফিল্ডের আওতায় এসব খনিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ওয়াই এ/এডিবি