ন্যাভিগেশন মেনু

কেমফিউশনের আয়োজনে কেমিক্যাল হ্যাকাথন প্রতিযোগিতা


বাংলাদেশের রসায়ন শিক্ষার্থীদের সবচেয়ে বড় সংগঠন কেমফিউশনের উদ্যোগে সফলভাবে  আয়োজিত হলো ১ম বাংলাদেশ কেমিক্যাল হ্যাকাথন-২০২১।

কেমফিউশন বরাবরের মতই সৃজনশীল কাজের মাধ্যমে মানুষের মধ্যে রসায়ন জনপ্রিয়করণের কাজ করে আসছে। 

এরই ফলশ্রুতিতে গত ২৯ এপ্রিল ২০২১ এ কেমফিউশন এর ১ম বর্ষপূর্তি উপলক্ষে গত ২৫-২৭ এপ্রিলে আয়োজিত হয়েছে এই প্রতিযোগিতাটি। উল্লেখ্য করোনা পরিস্থিতিতে এই বছরে অনলাইনে প্রতিযোগিতাটি আয়োজিত হয়েছিল।

প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজ মিলিয়ে বিপুল সংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণ ছিল। রসায়ন নিয়ে তাদের আগ্রহ, স্পৃহা আর সৃজনশীল চিন্তার প্রতিফলন ঘটেছে প্রতিযোগিতায়।

 কেমফিউশন আগামী বছর গুলোতেও এই ধরনের প্রতিযোগিতা আয়োজন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

উল্লেখ্য, এবারের প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন "টিম ডেডক্যাট"। অংশগ্রহণকারীরা হলেন:

১. নুহা নূর ( ভিকারুননিসা নূর স্কুল অ্যান্ড কলেজ)।

২. মোহাম্মদ  আরমান হাসান ( নটরডেম কলেজ, ঢাকা)।

৩. এইচ. এম শাদমান তাবিব (নটরডেম কলেজ, ঢাকা)।

এবারের আসরের রানার্সআপ হয়েছেন "টিম এমালগাম"

এই  টিমের সদস্যরা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের শিক্ষার্থী। অংশগ্রহণকারীরা হলেন:

১. ফয়েজ জালাল উদ্দিন (ঢাকা বিশ্ববিদ্যালয়)

২. শাহরিয়ার হোসাইন শুভ (ঢাকা বিশ্ববিদ্যালয়)

৩. শাকিল শাহরিয়ার ইফতি(ঢাকা বিশ্ববিদ্যালয়)

এসব মেধাবী তরুণদের জন্য জন্য শুভকামনা জানিয়েছেন আয়োজকরা। তাদের আশা আগামীতে বাংলাদেশের রসায়নের এক একজন তারকা হয়ে উঠুক তারা।  দেশের বিজ্ঞান চর্চাকে সামনে এগিয়ে নিয়ে যাক এই শুভকামনাও করা হয়েছে। 

এস এস