ন্যাভিগেশন মেনু

কেরালায় বিধ্বস্ত এয়ার ইন্ডিয়ার প্লেনের ব্ল্যাক বক্সের সন্ধান


ভারতের কেরালার কোঝিকোড় বিমানবন্দরে দুর্ঘটনার শিকার এয়ার ইন্ডিয়ার প্লেনের ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। এই ব্ল্যাক বক্সের তথ্য পরীক্ষা করে বিমান দুর্ঘটনার সঠিক কারণ জানা যাবে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় কেরালার কোঝিকোড় বিমানবন্দরে অবতরণের সময় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে এয়ার ইন্ডিয়ার একটি প্লেন। এতে প্লেনের ২ পাইলটসহ ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২৩ জন।

এক সূত্রে জানা গেছে, ওই বিমানের যাত্রীদের মধ্যে বেশ কয়েকজন যাত্রীর শরীরে করোনা সনাক্ত হয়েছে। ফলে বিমান দুর্ঘটনার উদ্ধারকাজে যারা যুক্ত ছিলেন তাদের সবারই করোনা পরীক্ষা করা হবে। 

কেরালার স্বাস্থ্যমন্ত্রী কেকে শৈলজা জানিয়েছেন, উদ্ধারকর্মীদের সবাইকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে।

প্রসঙ্গত, শুক্রবার দুপুরে দুবাই থেকে ১৯১ জন যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেসের প্লেনটি কেরালার কোঝিকোড়ে রাত পৌনে ৮টার দিকে অবতরণের সময় রানওয়েতেই পিছলে যায়। বিমানটিতে ১৭৪ জন যাত্রী, ১০ জন শিশু, দুজন পাইলট এবং চারজন কেবিন ক্রু ছিলেন।

এডিবি/