NAVIGATION MENU

কোনও ভারতীয়ই পাকিস্তান বিদ্বেষী নয়: গম্ভীর


ভারতের জাতীয় দলের সাবেক ওপেনার গৌতম গম্ভীরের দাবি তিনি কখনই পাকিস্তান বিরোধী নন। তার মতে কোনও ভারতীয়ই পাকিস্তান বিদ্বেষী মনোভাব পোষণ করেন না।

সম্প্রতি ট্যুইটারে গম্ভীরকে এক ভক্ত প্রশ্ন করেন যে, তিনি পাকিস্তান বিরোধী কেনো? সেখানে তিনি জানিয়েছে, সীমান্তে ভারতীয় সেনাদের মৃত্যুর প্রসঙ্গ এলে, সব ভারতীয়ই পাকিস্তান বিরোধিতায় মুখর হয়ে ওঠে।

গম্ভীর লেখেন, ‘আমি (পাকিস্তান বিরোধী) নই। আমার মনে হয় না কোনও ভারতীয়ই আসলে পাকিস্তান বিরোধী। তবে যখন আমাদের সেনাদের জীবন ও অন্যকিছুর মধ্যে একটাকে বেছে নিতে হয়, তখন আমরা প্রত্যেকেই একই মনোভাব পোষণ করি।’

এমআইআর/এডিবি