ন্যাভিগেশন মেনু

কোপা আমেরিকা হচ্ছে না আর্জেন্টিনায়


আর্জেন্টিনায় করোনাভাইরাসের সংক্রমণের হার বেড়ে যাওয়ায় সেখানে লাতিন অঞ্চলের সবচেয়ে বড় ফুটবল প্রতিযোগিতা কোপা আমেরিকার আসর বসছে না বলে সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল)।

সোমবার (৩১ মে) আনুষ্ঠানিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ট্যুইটারে কনমেবল জানিয়েছে, আর্জেন্টিনায়ও হচ্ছে না এবারের কোপা। মূলত করোনাভাইরাসের কারণে দেশটিতে বর্তমানে চলছে নানা বিধিনিষেধ। বন্ধ রয়েছে ফুটবল ম্যাচ আয়োজনও। এ কারণেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কনমেবল।

এবারের কোপার আসর যৌথভাবে আয়োজন করার কথা ছিল কলম্বিয়া ও আর্জেন্টিনার। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে কলম্বিয়াকে আগেই স্বাগতিকের তালিকা থেকে বাদ দেওয়া হয়। এরপর শোনা যাচ্ছিল, এককভাবেই কোপা আয়োজন করতে পারে আর্জেন্টিনা।

তবে বিকল্প কোন দেশে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে সে সিদ্ধান্ত এখনও নেয়নি তারা।

আগামী ১৩ জুন থেকে আর্জেন্টিনা ও কলোম্বিয়ায় এ মহাদেশীয় আসর শুরু হওয়ার কথা ছিল। পরে ২০ মে কলম্বিয়ার সরকারের বিরুদ্ধে বিক্ষোভ ও সংঘর্ষ চলায় সে দেশে কোপা আমেরিকার ম্যাচ আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছিল কনমেবল।

সবমিলিয়ে বড় অনিশ্চয়তার কোপা আমেরিকা। গত বছরই এ আসর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে এক বছর এ আসর পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এ বছর করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ ভয়াবহ অবস্থা সৃষ্টি করেছে আর্জেন্টিনায়।

ওয়াই এ/এডিবি/