ন্যাভিগেশন মেনু

কোপা আমেরিকা: তৃতীয় স্থানেই সান্তনা কলম্বিয়ার


চলতি কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে পেরু করেছে হারিয়েছে কলম্বিয়া।

শনিবার (১০ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৬টায় পেরুর মুখোমুখি হয় কলম্বিয়া। ব্রাসিলিয়ার মানেগারিঞ্চা স্টেডিয়ামে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ম্যাচটিতে ৩-২ ব্যবধানের জয় নিয়ে তৃতীয় হয়েছে কলম্বিয়া।

তবে ম্যাচের প্রথম অর্ধে আধিপত্য দেখায় পেরু। জালের দেখাও পায় তারা। কিন্তু বিরতির পর পাল্টে যায় দৃশ্যপট। খোলস থেকে বের হয়ে আসে কলম্বিয়া। ফল সুবাদে ৩-২ ব্যবধানের জয় নিয়ে শেষ হাসি হেসেছে রেইনালদো রুয়েদার শিষ্যরা। আর ম্যাচের পাঁচ গোলের চারটিই হয়েছে বিরতির পর।

এদিন ম্যাচের ৪৫তম মিনিটে ইয়োশিয়াম ইয়োতুনের গোলে এগিয়ে যায় পেরু। তবে বিরতি থেকে ফেরার চার মিনিট পরই হুয়ান কুয়াদরাদো দলকে সমতায় ফেরান।

ম্যাচের ৬৬তম মিনিটের মাথায় লুইস ডিয়াজের গোলে লিড পায় কলম্বিয়া। তবে ম্যাচের ৮২তম মিনিটে জিয়ানলুকা লাপাদুলাফের গোলে ফের সমতায় ফেরে পেরু।

২-২ সমতায় থাকা ম্যাচের অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে ফের এগিয়ে যায় কলম্বিয়া। ডি বক্সের বাইরে থেকে ডিয়াজের করা বুলেট গতির শট আটকাতে পারেননি পেরুর গোলরক্ষক গেলাসে। যাতে ৩-২ ব্যবধানে জিতে এবারের কোপায় তৃতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হয় কলম্বিয়াকে।

এমআইআর/এডিবি/