ন্যাভিগেশন মেনু

‘দর্শক মামলা করলে কোনো অজুহাতই কাজে লাগবে না’


দীর্ঘ সাত বছর পর ‘নবাব এলএলবি’ নামের সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন দেশীয় সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ও মাহিয়া মাহি। শীর্ষ এই দুই তারকার সিনেমাটি নিয়ে তাদের ভক্ত-অনুরাগীদের ছিল ব্যাপক আকাঙ্খা।

বুধবার (১৬ ডিসেম্বর) রাত ৮টায় আই থিয়েটার অ্যাপে মুক্তি পায় ‘নবাব এলএলবি’। অগ্রিম ফি দিয়ে আগ্রহ নিয়ে দেখতে বসে হতাশ হয় অনেক দর্শক। সিনেমাটি মুক্তি দেওয়া হয়েছে অর্ধেক!

শাকিব খান বলেন, ‘এটা সরাসরি প্রতারণা। সিনেমা ধ্বংসের ষড়যন্ত্রও বলা যায়। আমি ভাবতে পারিনি মামুন এমন কাজ করবে। দর্শক ৯৯ টাকা ফি দিয়ে অর্ধেক ছবি দেখবে কেন! তা ছাড়া এটাকে মামুন পার্ট-১ বলে দাবি করছে কীভাবে? আমি তো জানি, কোনোভাবেই এটা পার্ট-১ বা পার্ট-২ না। পুরো একটা সিনেমার অর্ধেক সে মুক্তি দিয়েছে। এটা অন্যায়। এখন দর্শক যদি ভোক্তাধিকারে মামলা করে, মামুনের কোনো অজুহাতই কাজে লাগবে না। তাকে জরিমানা দিতে হবে।’

 ‘নবাব এলএলবি’ ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন মাহিয়া মাহি। তিনি বলেন, ‘এই সিনেমায় অভিনয় করাটাই আমার ভুল হয়েছে। শুরুতে যখন বারবার শিডিউল নিয়ে ঘাপলা করেছিল, তখনই সরে দাঁড়ানো উচিত ছিল। আমাকে গল্প শুনিয়েছে এক রকম, শুটিং করেছে আরেকভাবে। মুক্তির পর দেখা গেল অন্যরকম। যারা আমাকে ফোন করেছেন, প্রত্যেককে বলেছি, এই সিনেমা আমার না। আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে।’

অবশ্য পরিচালক অনন্য মামুন বলছেন অন্যকথা। তিনি জানিয়েছেন, এটা তার ‘ব্যাবসায়িক পলিসি’। সিনেমার অভিনেতা শাকিব খানের দিকেও অভিযোগের তীর ছুড়েছেন তিনি। বলেন, ‘সিনেমা ধ্বংসের শুরু সেদিন, যেদিন ‘নবাব এলএলবি’র ট্রেলার প্রকাশ পায় এবং তা নিজের পেজে শেয়ার করেননি শাকিব খান। অথচ, ট্রেলারটি তার অপছন্দের লোকেরাও শেয়ার করেছে। সিনেমার স্থিরচিত্র ব্যবহার করছেন নিয়মিত, অথচ সিনেমার নাম তিনি ব্যবহার করেন না। ’

ওআ/