ন্যাভিগেশন মেনু

কোভ্যাক্সিন ভারতীয় স্ট্রেনের বিরুদ্ধে কার্যকর


করোনাভাইরাসের টিকা কোভ্যাক্সিন করোনার ব্রিটেনের ধরন বি.১.১.৭ এবং ভারতের ধরন বি.১.৬১৭ বিরুদ্ধে কার্যকর বলে জানিয়েছে ভারত বায়োটেক।

ভারত বায়োটেকের যুগ্ম ম্যানেজিং ডিরেক্টর সুচিত্রা এল্লা এক ট্যুইটে এ তথ্য জানান। তিনি ট্যুইটে কোভ্যাক্সিনের উপর অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস প্রকাশিত 'ক্লিনিক্যাল ইনফেকশাস জর্নাল'-এর একটি প্রতিবেদন শেয়ার করেন।

করোনার ভারতীয় ও ব্রিটিশ স্ট্রেন নিয়ে ক্রমেই আতঙ্ক বাড়ছে বিশ্ব জুড়ে। এর অন্যতম কারণ, অনেক বিশেষজ্ঞই দাবি করেছেন, এই স্ট্রেনের উপর করোনা টিকা কার্যকরী নয়।

কয়েকদিন আগে এক রিপোর্টে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) দাবি করে, করোনার ভারতীয় স্ট্রেনের উপর কার্যকর নয় ফাইজার ও মডার্নার টিকা।

এর আগে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজের চিফ মেডিক্যাল অফিসার অ্যান্থনি ফাউসি দাবি করেছিলেন, কোভ্যাক্সিন বি.১.৬১৭ ধরন প্রতিরোধ করতে সক্ষম।

উল্লেখ্য, ভারত বায়োটেকের তৈরি কোভ্যাকসিন নিষ্ক্রিয় অর্থাৎ মৃত করোনাভাইরাস দিয়ে তৈরি। এটি দেহে থাকা করোনাভাইরাসকে চিহ্নিত করে প্রতিরক্ষা গড়ে তোলে। ট্রায়ালের পর জানা গেছে এই টিকার কার্যকারিতা ৮১ শতাংশ।

ল্যানসেট জার্নাল বলছে, কোভ্যাকসিন দুই ধরণের বুস্টার ব্যবহার করে। ফলে বাকি নিস্ক্রিয় সার্স-কোভ-২ টিকার পরিবর্তে কোভ্যাকসিন বেশি কার্যকর প্রমাণিত হয়েছে।

এডিবি/