ন্যাভিগেশন মেনু

কোয়ারেনটাইনে পর্তুগীজ সুপারস্টার রোনালদো


মরণঘাতী করোনাভাইরাস ছড়িয়েছে বিশ্বের শতাধিক দেশে। এ তালিকা বাদ পড়েনি ইতালিও। ইতালিতে এ পরিস্থিতি ব্যাপক ভয়াবহ। ইতালিতে করোনাভাইরাসে এ পর্যন্ত ৮২৭ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মরণঘাতী এ ভাইরাসটিতে ১২ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেই ইতালিতে কয়েকদিন ধরে চলছে খেলা।

ইতালিয়ান লিগ সিরিআর দল জুভেন্টাসের হয়ে মাঠেও নেমেছেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। পরে অবস্থা বেগতিক দেখে সেখানে সব ধরনের খেলা বন্ধ ঘোষণা করা হয়েছে।

এরই মধ্যে পর্তুগিজ যুবরাজের জুভেন্টাস সতীর্থ ড্যানিয়েল রুগানি করোনাভাইরাস পজিটিভ ধরা পড়েছেন। যেহেতু তার সঙ্গে একই দলে খেলেছেন রোনালদো, ঝুঁকি তো থেকেই যায়। তাই দেশে ফেরার পর মাদেইরাতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে রোনালদোকেও।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের খবরে বলা হয়, রোনালদো পর্তুগালের মাদেইরাতে অবস্থিত তার বাড়িতে কোয়ারেনটাইনে রয়েছেন।

সম্প্রতি পর্তুগীজ সুপারস্টার তাঁর অসুস্থ মাকে দেখতে নিজ দেশ পর্তুগাল যান। স্ট্রোকে আক্রান্ত মাকে দেখে এসে উত্তর ইতালিতেই  ফেরার কথা ছিল রোনালদোর। আর উত্তর ইতালিতেই করোনাভাইরাসের সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে।

এর আগেই ইতালির বিদ্যালয়, ব্যায়ামগার, জাদুঘর, নৈশ ক্লাবসহ নানা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। দেশটিতে বর্তমানে জরুরী অবস্থা জারী করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) দেশটির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতে খাবার ও ওষুধ ছাড়া সমস্ত দোকান-পাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।

এমআইআর/এডিবি

সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আজকের বাংলাদেশ পোস্ট