ন্যাভিগেশন মেনু

কোয়ারেন্টিন শেষে ভারতফেরত দম্পতির করোনা শনাক্ত


১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন শেষ করার পর ভারতফেরত যশোরের এক দম্পতির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

সোমবার (১৭ মে) প্রশাসনের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছে। ওই দম্পতিকে যশোর জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্যবিভাগ থেকে জানা যায়, যশোর শহরের বেজপাড়া এলাকার বাসিন্দা রাজীব সাহা (৩৪) ও তার স্ত্রী সুস্মিতা সাহা (২২) ২৯ এপ্রিল বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রবেশ করেন। ওইদিনই তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে ১৪ দিনের কোয়ারেন্টিনের জন্য শহরের ম্যাগপাই হোটেলে রাখে। ১৪ দিন পর ১৩ মে ছাড়পত্র পেয়ে তারা বাড়িতে যান। সোমবার প্রশাসনের কর্মকর্তাদের কাছ থেকে তারা জানতে পারেন যে, তারা দুজনেই করোনা পজেটিভ।

সিবি/ওআ