ন্যাভিগেশন মেনু

মির্জাগঞ্জে লকডাউন অমান্য করে বিয়ে, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা


পটুয়াখালীর মির্জাগঞ্জে মহামারি করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান কঠোরতম লকডাউন উপেক্ষা করে বিয়ের আয়োজন, গাড়ি নিয়ে বের হওয়া, দোকানপাট খোলা ও স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ১২টি মামলায় ১৬ হাজার ৯০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

স্থানীয় সুত্রে জানা যায়, আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের বাদল তালুকদারের মেয়ে মীম আক্তারের সঙ্গে একই ইউনিয়নের উত্তর সুবিদখালী গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. রাকিবের বিয়ে হয়।

রবিবার (২৫ জুলাই) দুপুরে কনের বাবার বাড়িতে বিযের অনুষ্ঠানের আয়োজন করেন। এতে ছেলেপক্ষ অর্ধশত বরযাত্রী নিয়ে সেখানে যান। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান উজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কনের মাকে দুই হাজার টাকা এবং ছেলের বাবাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

এ ছাড়াও তিনি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. তানিয়া ফেরদৌস উপজেলার বিভিন্ন স্থানে ওইদিন দিনভর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কঠোর বিধিনিষেধ অমান্য করায় ১০টি মামলায় ৯ হাজার ৯০০ টাকা জরিমানা করেন।

উপজেলা সহকারী ভূমি কমিশনার মো. রায়হান উজ্জামান বলেন, করোনা সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। এদিকে সরকারি কঠোর বিধিনিষেধের তোয়াক্কা না করেই মানুষ বিয়ের আয়োজনসহ বিভিন্ন অজুহাতে ঘরের বাইরে বের হচ্ছে। তাই কঠোর লকডাউন বাস্তবায়নে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

আরএস/সিবি/এডিবি/