ন্যাভিগেশন মেনু

ক্রিকেটারদের কোয়ারেন্টিনের মেয়াদ কমালো স্বাস্থ্য মন্ত্রণালয়


শ্রীলঙ্কা থেকে দেশে ফেরা ক্রিকেটারদের ১৪ দিনের কোয়ারেন্টিনের মেয়াদ কমিয়ে দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে সেটি এখনো কাগজেকলমে আটকে আছে।

এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, ‘আমরা সরকারের কাছে থেকে কোয়ারেন্টিনের মেয়াদ কমানোর একটি ছাড়পত্র পেয়েছি। তবে সেটি আমাদেরকে মৌখিকভাবে জানানো হয়েছে। কাগজপত্র হাতে পেলেই শ্রীলঙ্কা থেকে আসা ক্রিকেটাররা অনুশীলনে ফিরতে পারবেন।’

এদিকে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, আজই অনুশীলনে ফিরবেন তামিম-মুশফিকরা। লিখিত ছাড়পত্র হাতে না পেলে কোয়ারেন্টিন ভেঙে মাঠে ফিরতে পারবেন কি ক্রিকেটাররা?

দেবাশিষ বলেন, ‘সে সম্ভাবনা কম। কারণ অতীতে এমন ঘটনার জন্য বিপত্তিতে পড়তে হয়েছিল বিসিবিকে। তবে প্রধান চিকিৎসকের আশা, যেহেতু মৌখিক ছাড়পত্র মিলেছে, সেটি খুব দ্রুতই লিখিত আকারে পেয়ে যাবেন তারা। তাহলে ১৪ দিন অপেক্ষা না করে দুই-একদিনের মধ্যেই অনুশীলনে ফিরতে পারবেন লঙ্কাফেরত ক্রিকেটাররা।’

আগামী ২৩ মে থেকে শুরু বাংলাদেশ-শ্রীলঙ্কা ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। লঙ্কানদের বিপক্ষে মাঠে নামার আগে অনুশীলনের প্রয়োজন লাল-সবুজের প্রতিনিধিদের। শ্রীলঙ্কা থেকে দেশে ফেরা দলের ৮ জন আছেন ওয়ানডে সিরিজের প্রথমিক স্কোয়াডে।

এমআইআর/এডিবি/