ন্যাভিগেশন মেনু

ক্রিকেট অস্ট্রেলিয়া চাইলেই অধিনায়ক হতে পারেন স্মিথ


মাঠে ফেরার নিষেধাজ্ঞা শেষ হয়েছে গত বছরই, ক্রিকেট অস্ট্রেলিয়া চাইলে আবারও দলটির নেতৃত্বে আসতে পারবেন ৩০ বছর বয়সী স্মিথ। তার অধিনায়ক হতে তেমন কোন বাধা নেই।

২৮ মার্চ দিনটা বিশ্ব ভুললেও অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার হয়তো জীবনেও ভুলতে পারবেননা। ২০১৮ সালের এই দিনে দক্ষিণ আফ্রিকা বিপক্ষে বল টেম্পারিংয়ের দায়ে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন অস্ট্রেলিয়ার দুই তারকা।

চারদিনের তদন্ত শেষে দোষী সাব্যস্ত করে অধিনায়ক স্মিথসহ অধিনায়ক ওয়ার্নারকে একবছরের জন্য নিষিদ্ধ করে অজি ক্রিকেট। বেনক্রফটকে করা হয় নয় মাসের জন্য। সিরিজ শেষেই কোচের পদ থেকে অব্যাহতি নেন ড্যারেন লেম্যান।

এ ধরণের নিষেধাজ্ঞায় পড়ে হারিয়ে গেছে অনেক উজ্জল নক্ষত্র। তবে সেদিক থেকে স্মিথ-ওয়ার্নার অনেকটা ব্যাতিক্রম। দলে সুযোগ পেয়েই আবারও প্রমাণ করতে সক্ষম হয়েছেন, কেনো তারা বর্তমানে বিশ্বসেরাদের মধ্যে অন্যতম। সবার ধারণাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দুজন ফিরলেন দ্বিগুণ আক্রোশে।

নিষেধাজ্ঞা থেকে বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকদের একজন হন ওয়ার্নার। ওয়ানডেতে আগের গড়কে ছাড়িয়ে গেছেন অনেকদূর। টেস্টে করেছেন ট্রিপল সেঞ্চুরি, টি-টোয়েন্টিতেও পেয়েছেন প্রথম সেঞ্চুরির দেখা।

স্টিভেন স্মিথও হেঁটেছেন একই পথে টেস্টে ফিরেই হাঁকিয়েছেন ডাবল সেঞ্চুরি। নিষেধাজ্ঞা থেকে ফেরার পর তার টেস্ট গড় প্রায় ৭২। ওয়ানডে-টি টোয়েন্টিতেও যথারীতি শাসন করছেন বোলারদের।

এমআইআর/এডিবি

একই ধরণের সংবাদ পেতে এখানে ক্লিক করুন