ন্যাভিগেশন মেনু

ক্রেডিট কার্ডের জরিমানা না নেওয়ার নির্দেশ


করোনাভাইরাসের কারণে জানুয়ারি থেকে জুন পর্যন্ত ক্রেডিটকার্ডের বিল পরিশোধ করতে না পারলেও জরিমানা করতে পারবে না ব্যাংকগুলো। এছাড়া যদি কোনো ব্যাংক চার্জ আরোপ করে থাকে তবে গ্রাহককে তা ফেরত দিতে হবে বলে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

শনিবার (৪ এপ্রিল) জরুরিভিত্তিতে এ সংক্রান্ত সার্কুলার ব্যাংকগুলোতে পাঠিয়ে দেওয়া হয়েছে। 

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আবু ফরাহ মো. নাছের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশের মানুষ এখন জীবন বাঁচাতে ঘরবন্দি। এ অবস্থায় সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে।‘

সার্কুলারে বলা হয়েছে গাড়ি, ‘বাড়ি, ব্যবসাসহ অন্য সব ঋণের মত ক্রেডিট কার্ডের গ্রাহককেও আগামী জুন পর্যন্ত খেলাপি না করতে বলেছিল কেন্দ্রীয় ব্যাংক। এখন একই সময় পর্যন্ত জরিমানা আদায় না করতে নির্দেশ দেয়া হলো।‘

ওয়াই এ/এডিবি

সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আজকের বাংলাদেশ পোস্ট