NAVIGATION MENU

ক্রোয়েশিয়ার বিপক্ষে ফ্রান্সের জয়


উয়েফা নেশন্স লিগে ‘এ’ লিগের গ্রুপ ৩ এর ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছে ফ্রান্স।

বুধবার (১৫ অক্টোবর) রাতে জাগরেভে অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই অতোঁয়ান গ্রিজমানের গোলে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে ক্রোয়েশিয়া দল সমতায় ফিরলে শেষ দিকে অতিথিদের জয়সূচক গোলটি এনে দেন এমবাপ্পে।

২০১৮ সালের বিশ্বকাপ ফাইনালের সেই ম্যাচের মতই এবারের লড়াইয়েও গোলের দেখা পেলেন কিলিয়ান এমবাপ্পে।

এই জয়ে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে ফ্রান্স। একই সংখ্যক ম্যাচ খেলে সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে আছে দিনের অপর ম্যাচে সুইডেনকে ৩-০ গোলে হারানো পর্তুগাল।

এমআইআর/এডিবি