ন্যাভিগেশন মেনু

আর্থিক কষ্টে থাকা টেনিস খেলোয়াড়রা পাচ্ছেন সহায়তা


করোনাভাইরাসের কারণে লকডাউনে ঘরবন্দী হয়ে আর্থিক কষ্টে সময় কাটছে অনেক টেনিস খেলোয়াড়ের। এবার মানবিক সহায়তা পাচ্ছেন করোনায় আর্থিক কষ্টে থাকা টেনিস খেলোয়াড়রা। তাদের সহায়তার কথা চিন্তা করে এগিয়ে এসেছে টেনিসের গভর্নিং বডিগুলো।

ইতোমধ্যে সবাই মিলে করেছে প্লেয়ার রিলিফ প্রোগ্রাম। তহবিলে জমা হয়েছে প্রায় ৬ মিলিয়ন ডলার (৪.৮ মিলিয়ন পাউন্ড)। এ থেকে এটিপি ও ডব্লিউটিএ ট্যুরের একক ও দ্বৈত বিভাগের ৮০০ জন খেলোয়াড় পাবেন আর্থিক সহায়তা।

ব্রিটিশ সুপারস্টার অ্যান্ডি মারের মতো খেলোয়াড়রা দান করতে যাচ্ছেন এই ফান্ডে। ফান্ডে জমা হওয়া অর্থটা পুরুষ ও নারী খেলোয়াড়দের মাঝে সমানভাবে ভাগ করা দেওয়া হবে। খেলোয়াড়দের মাঝে আর্থিক সহায়তার অর্থ বণ্টনের প্রশাসনিক দায়িত্বটা পালন করবে এটিপি ও ডব্লিউটিএ।

পুরুষদের এটিপি, উইমেনস টেনিস অ্যাসোসিয়েশন (ডব্লিউটিএ), ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন (আইটিএফ) ও টেনিসের চার গ্র্যান্ড স্ল্যাম- অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেনের আয়োজকদের সমন্বয়ে প্লেয়ার রিলিফ প্রোগ্রামটি গড়ে তোলা হয়েছে।

এমআইআর/ এডিবি