ন্যাভিগেশন মেনু

কয়েদিদের জন্য করোনা প্রতিরোধ সামগ্রী দিলেন মাশরাফী


নড়াইল জেলা কারাগারের কয়েদিদের মধ্যে করোনাভাইরাস প্রতিরোধ সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও  নড়াইল-২ আসনের সংসদ সদস্য  মাশরাফী বিন মোর্ত্তজা।

রবিবার (১২ এপ্রিল) দুপুরে তিনি জেল সুপার মোঃ মুজিবুল হকের কাছে ১৪৪ জন কয়েদীদের জন্য ২’শ পিস হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, গ্লাভস এবং সাবান তুলে দেন।

এ ব্যাপারে মাশরাফী বলেন, ‘কয়েদিরা তাদের কর্মের জন্য সাজা ভোগ করলেও তাদের প্রটেকশন দেওয়াটা জরুরি। সেজন্য এই ব্যবস্থা নেওয়া। তারা এখান থেকে বের হয়ে যাতে নিরাপদে থাকতে পারে, সেটা আমাদের নিশ্চিত করতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেলার মোহাম্মদ সায়েম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সৌমেন চন্দ্র বসু প্রমূখ।

এর আগে করোনাভাইরাসের পরিস্থিতি মোকাবিলায় মাশরাফির নিজ উদ্যোগে ক্রিকেট খেলার অর্থ দিয়ে ১ হাজার ২৫০ পরিবারে মাঝে খাদ্য সমগ্রী বিতরণ করা হয়েছে। 

নড়াইল সদর হাসপাতার ও লোহাগড়া উপজেলা সাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ও নার্সেদের করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকার জন্য পিপিই সরবারহ করা হয়েছেন। নড়াইল সদর হাসপাতালে জীবাণুনাশক কক্ষ চালু করা হয়েছে, ভ্রাম্যমান চিকিৎসা সেবা চলমান রয়েছে ফলে ঘরে বসেই ডাক্তারের সেবা পাচ্ছে নড়াইলবাসী।

ওআ/এডিবি