ন্যাভিগেশন মেনু

খরচ বাড়ছে মোবাইল ফোন ব্যবহারে


আসন্ন ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোবাইল ফোনে সিম বা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার ওপর সম্পূরক শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব রাখা হয়েছে। যার ফলে খরচ বাড়ছে মোবাইল ফোন ব্যবহাকারীদের।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে সংসদের অধিবেশন শুরুর পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর অনুমোদনক্রমে প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বাজেট বক্তৃতায় বলা হয়েছে, বাজেটে মোবাইল খরচে নতুন করে এই কর বাড়ানো হয়েছে। বাজেটের কর প্রস্তাব ঘোষণার পরপরই কার্যকর হয়েছে। ফলে বাড়তি কর টেলিযোগাযোগ কোম্পানি নিজেরা বহন না করলে চাইলে এই খরচ গিয়ে পড়বে গ্রাহকদের উপর।

অতএব প্রতি ১০০ টাকা রিচার্জে সরকারের কাছে কর হিসেবে যাবে ২৫ টাকার কিছু বেশি। এতদিন যা ছিল ২২ টাকার মতো।

উল্লেখ্য, ২০২০-২১ অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার ১৯০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী। এটি দেশের ৪৯তম এবং অর্থমন্ত্রী হিসেবে মুস্তফা কামালের দ্বিতীয় বাজেট।

ওয়াই এ / এস এস