ন্যাভিগেশন মেনু

খরা কাটলো বার্সার


শেষ চার ম্যাচে হার দুটি, ড্র দুটি। অবশেষে লিওনেল মেসির জোড়া গোলে টানা চার ম্যাচ পর স্প্যানিশ লা লিগায় জিতেছে বার্সেলোনা।

শনিবার (৭ নভেম্বর) রাতে রিয়াল বেতিসকে ৫-২ গোলে পরাজিত করেছে কোম্যান শিবির।

ম্যাচের ২২ মিনিটে ওসমান ডেম্বেলের অসাধারণ গোলে লিড পায় বার্সেলোনা। প্রথমার্ধেই সেই গোল শোধ করে সমতায় ফিরে বেতিস।

দ্বিতীয়ার্ধে খেলা শুরু হলে বেতিসের জালে জোড়া আঘাত হানে বার্সোলোনা। দ্বিতীয়ার্ধের ১২ মিনিটে আতোয়ান গ্রিজমান আর লিওনেল মেসি গোল করে দলকে লিড এনে দেয়।

তবে ম্যাচের ৭৩ মিনিটে আরও এক গোল শোধ দিয়ে খেলা জমিয়ে দেয় রিয়াল বেতিস। তবে মেসির জোড়া পুরণ আর পেদ্রির গোলে ৫-২ এর বেশ বড় ব্যবধান নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা।

এ জয়ের মধ্যদিয়ে সাত ম্যাচে তিন জয় ও দুই ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠেছে বার্সেলোনা।

এমআইআর/এডিবি