ন্যাভিগেশন মেনু

খাগড়াছড়িতে বিদেশি পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা


করোনাভাইরাস (কভিড-১৯) প্রতিরোধে ও জনস্বার্থে খাগড়াছড়িতে বিদেশি পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে খাগড়াছড়ি জেলা প্রশাসন। একইসঙ্গে দেশি পর্যটকদের খাগড়াছড়িতে ভ্রমণের ক্ষেত্রে নিরুৎসাহিত করা হচ্ছে।

বুধবার (১৮ মার্চ) দুপুরে জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, করোনাভাইরাস যেহেতু সংক্রামক তাই দেশের সার্বিক অবস্থা বিবেচনা বিদেশি পর্যটকদের আমরা খাগড়াছড়ি ভ্রমণের অনুমতি আপাতত দিচ্ছি না। জনস্বার্থে এবং নিজেদের স্বার্থে ভ্রমণ থেকে আপাতত বিরত থাকায় উত্তম।

এদিকে করোনাভাইরাস মোকাবিলায় জেলা প্রশাসককে আহ্বায়ক ও সিভিল সার্জনকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

আর এই ১১ সদস্য বিশিষ্ট কমিটি করোনাভাইরাস মোকাবেলায় জাতীয় কমিটির নির্দেশনা মোতাবেক কাজ করবে।

জেলা প্রশাসক আরও বলেন, ‘খাগড়াছড়ির কোনো নাগরিক যদি বিদেশ থেকে আসে তাহলে তাকে অবশ্যই হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। তারা হোম কোয়ারেন্টাইনে থাকছে কিনা সেটি আমরা মনিটরিং করবো।‘

খাগড়াছড়ির ডেপুটি সিভিল সার্জন মিটন চাকমা বলেন, একদিকে খাগড়াছড়ি পর্যটন এলাকা তার উপর ঢাকা, চট্টগ্রাম থেকেও মানুষ যাতায়াত করছে তাই খাগড়াছড়িতে করোনাভাইরাসে সংক্রমিত হওয়াটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

রাঙামাটি সিভিল সার্জন ডা. বিপাশ খীসা জানান, রাঙামাটিতে বিদেশ ফেরত ৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং তাদের পর্যবেক্ষণনেও রাখা হয়েছে।

একমাত্র স্থানীয়দের সচেতন থাকার উপর এখানকার মানুষদের করোনা থেকে নিরাপদ রাখতে পারে।

ওয়াই এ/এডিবি