ন্যাভিগেশন মেনু

ট্রাম্পের সঙ্গ ছাড়ছেন শীর্ষ আইন কর্মকর্তা উইলিয়াম বার


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গ ছাড়ছেন দেশটির শীর্ষ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার। আসন্ন বড়দিনের আগেই পদত্যাগ করতে যাচ্ছেন তিনি।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর ) টুইটারে দেওয়া এক পোস্টে ট্রাম্প নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

টুইট বার্তায় ট্রাম্প বলেন, ‘উইলিয়াম বারের সঙ্গে দুর্দান্ত বৈঠক হলো। আমাদের সম্পর্ক খুব ভালো এবং তিনি অসাধারণ কাজ করেছেন। পরিবারের সঙ্গে ছুটি কাটাতে বড়দিনের আগেই তিনি অব্যাহতি নিচ্ছেন।’

ডেপুটি অ্যাটর্নি জেনারেল জেফ রোজেন অ্যাটর্নি জেনারেল বারের স্থলাভিষিক্ত হবেন বলে জানিয়েছেন ট্রাম্প। আর নতুন ডেপুটি অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব নেবেন রিচার্ড ডোনোগ।

নির্বাচন নিয়ে অ্যাটর্নি জেনারেলের মন্তব্যে ক্ষুব্ধ হয়ে তাকে বরখাস্ত করতে উদ্যত হয়েছিলেন ট্রাম্প। তবে শেষ পর্যন্ত নিজ থেকেই অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শীর্ষ এ আইন কর্মকর্তা।

সাম্প্রতিক মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জালিয়াতির অভিযোগের প্রেক্ষিতে উইলিয়াম বার বলেছিলেন, ফল বদলে দেওয়ার মতো কোনও জালিয়াতি নির্বাচনে হয়নি। প্রেসিডেন্ট যেসব অভিযোগ তুলেছেন, তার সপক্ষে কোনও প্রমাণ খুঁজে পাওয়া যায়নি। তার ভাষায়, ‘এখন পর্যন্ত আমরা এমন জালিয়াতির প্রমাণ দেখতে পাইনি যা নির্বাচনের ফলাফল বদলে দিতে পারে।’ দৃশ্যত তার ওই মন্তব্য ট্রাম্পকে এতোটাই ক্ষুব্ধ করে তোলে যার জেরে শেষ পর্যন্ত মেয়াদের শেষ পর্যায়ে এসে সরে যেতে হচ্ছে তাকে।

সিবি/ওআ