ন্যাভিগেশন মেনু

খাসি ও গারোদের ভূমির মালিকানা দাবিতে মানববন্ধন


কুলাউড়া উপজেলাসহ বিভিন্ন পান পুঞ্জিতে খাসি ও গারোদের পানপুঞ্জি দখল-উচ্ছেদ ষড়যন্তের প্রতিবাদে ও ভূমি সমস্যার স্থায়ী সমাধানের দাবীতে মানববন্ধন করেছে মৌলভীবাজার সম্মিলিত নাগরিক সমাজ। পরে প্রধানমন্ত্রী বরাবরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তারা।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে মৌলভীবাজার প্রেসক্লাব চত্তরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে শহরের সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন। সংহতি প্রকাশ করেন বৃহত্তর সিলেট আদিবাসী ফোরাম, খাসি সোসিয়াল কাউন্সিল, খাসি স্টুডেন্ট ইউনিয়ন, শ্রীচুক যুব গারো সংগঠন, চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

মানববন্ধন চলাকালে অ্যাডভোকেট ডাডলি ডেরিক প্রেন্ট্রিস-এর সভাপতিত্বে এবং অ্যাডভোকেট আবুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন - বৃহত্তর সিলেট  আদিবাসী ফোরামের মহাসচিব ফিলা পতমি, মাগুরছড়া পুঞ্জি প্রধান ও খাসি সোসিয়াল কাউন্সিলের সভাপতি জিডিসন প্রধান সুচিয়াং, মেঘাটিলা খাসি পুঞ্জি প্রধান মনিকা খংলা, আদিবাসি নেত্রী ও মানবাধিকার কর্মী হীরামন হেলেনা তালাং-সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, ডলুছড়া ও ভেলুয়া পুঞ্জিতে সামাজিক বনায়নের নামে খাসি সম্প্রদায় উচ্ছেদের ষড়যন্ত্র করা হচ্ছে। তাদেরকে উচ্ছেদ করতে বার বার হামলা করা হচ্ছে। খাসিয়া আদিবাসীদের চলাচলে বাঁধার সৃষ্টির মাধ্যমে আতংকিত করে তোলা হচ্ছে। যা স্বাধীন একটি দেশের জন্য লজ্জার। প্রভাবশালী গোষ্ঠীর যোগসাজসে বন বিভাগের সামাজিক বনায়নের নামে প্রাকৃতিক বন ধ্বংসের পায়তারা চলছে। যে জায়গায় প্রাকৃতিক বন রয়েছে সেখানে সামাজিক বনায়নের কোন যৌক্তিকতা নেই।

আদিবাসী ফোরামের মহাসচিব ফিলা পতমি বলেন, সামাজিক বনায়নের একটি নিয়ম আছে। কিন্তু এখানে বন বিভাগ কোন নিয়মই রক্ষা করছে না। যার কারণে ভূমিখেকো ও বনখেকোদের সাথে বিরোধ সৃষ্টি হচ্ছে। চলমান বিরোধের জেরে কর্মধা ইউনিয়নের ভেলুয়াপুঞ্জিতে পাঁচটি খাসি–গারো পরিবারের কয়েকশত পানগাছ কাটা হয়েছে। যা দুঃখজনক।

প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপিতে উল্লেখযোগ্য দাবিগুলো হলো - মুড়ইছড়া বিট কর্মকর্তাকে অপসারণ করা, এ ঘটনায় দখলবাজ রফিক আলী গংদের আইনের আওতায় আনা, পানজুম ধ্বংসের সাথে জড়িতদের আইনের আওতায় আনা, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ প্রদান, উপকারভোগীদের সামাজিক চুক্তি বাতিল করা এবং  খাসি জনগোষ্ঠীসহ সকল আদিবাসীদের ভুমির মালিকানা এবং শান্তিপূর্ণ ভোগদখলের অধিকার নিশ্চিত করা।

পিডি/এডিবি/