ন্যাভিগেশন মেনু

খুবিতে অনলাইনে প্রথম টার্মের ফাইনাল পরীক্ষায় উপস্থিতি শতভাগ


করোনা মহামারির কারণে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সকল ডিসিপ্লিন ও ইনস্টিটিউটের স্নাতক, স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শ্রেণির প্রথম বর্ষের প্রথম টার্মের ফাইনাল পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।

রবিবার (১২ সেপ্টেম্বর) এই পরীক্ষা শুরু হয়েছে।

খুবি উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুল ও ডিসিপ্লিনে যান এবং অনলাইনে পরীক্ষা গ্রহণ কার্যক্রম প্রত্যক্ষ করেন। 

পরিদর্শনকালে বিভিন্ন  স্কুল ও ডিসিপ্লিনের ডিন ও চিফ ইনভিজিলেটররা তাকে স্বাগত জানান।

এ সময় সকল স্কুল ও ডিসিপ্লিন থেকে জানানো হয়, পরীক্ষার্থীরা অনলাইনে সফলভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরেছে। উপস্থিতিও প্রায় শতভাগ।

উপাচার্য অনলাইন পরীক্ষা কার্যক্রম পরিদর্শন শেষে বলেন, এটা আমাদের নতুন অভিজ্ঞতা। আমরা নতুন অধ্যায়ে প্রবেশ করলাম। এ অভিজ্ঞতা ভবিষ্যতে দুর্যোগ বা মহামারির মধ্যেও শিক্ষাকার্যক্রম অব্যাহত রাখার ক্ষেত্রে সহায়ক হবে। 

এ সময় উপাচার্যের সাথে বিভিন্ন স্কুলের ডিন ও চিফ ইনভিজিলেটর, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, পরীক্ষা নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব), জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক উপস্থিত ছিলেন।

একেএইচ/এডিবি/