ন্যাভিগেশন মেনু

বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতাকারীরা পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছে


রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে ভাস্কর্য নির্মাণের বিরোধিতাকে কেন্দ্র প্রগতীশীলমহল ও ধর্মীয় গোষ্ঠির মধ্যে বিবাদ তুঙ্গে। প্রগতীশীলমহলের অভিমত, ভাষ্কর্যের সঙ্গে ধর্মের মধ্যে কোন সাংঘর্ষিক নয়।

কিন্তু ধর্মীয় গোষ্ঠির বলছে, ইসলাম এটা অনুমোদন দেয় না। মাদ্রাসার ছাত্ররা ভাস্কর্য নির্মাণের বিরুদ্ধে বায়তুল মোকাররম মসজিদের উত্তর প্রাঙ্গণ থেকে ব্যানার ছাড়া একটি মিছিল বের করে। শান্তিনগর পৌঁছালে পুলিশের লাঠিপেটায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। 

এদিকে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যে বিতর্কের সৃষ্টি করা হয়েছে,তার পেছেনে কোনো ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন আওয়ামি লিগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শনিবার সকালে তার সরকারি বাসভবন থেকে অনলাইন ব্রিফিংকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে একটি ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠী যে অনাহুত বিতর্কের সৃষ্টি করছে, তার ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে।’ 

তিনি বলেন, ‘ভাস্কর্য নিয়ে মনগড়া ব্যাখ্যা মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের সংস্কৃতির প্রতি চ্যালেঞ্জ। অপরদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে আর কোন প্রকার ধৃষ্টতা দেখালে দাঁতভাঙা জবাব দেয়ার হুশিয়ারি দিয়েছেন শাসকদলের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলিগের সভাপতি আল নাহিয়াছ খান জয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে এ হুশিয়ারি দেন তিনি। ‘উগ্র সাম্প্রদায়িকতা এবং স্বাধীনতাবিরোধী অপশক্তি বিএনপি জামাতের নাশকতা, জ্বালাও পোড়াও সন্ত্রাসী কর্মকাণ্ডের’ প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এসময় ছাত্রলিগ সভাপতি বলেন, ‘আমরা যদি মাঠে নামি তাহলে আপনারা কিন্তু পালিয়ে যাওয়ার সুযোগও পাবেন না। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যদি আবারও ধৃষ্টতা দেখান, তাহলে কিন্তু আমরা দাঁতভাঙা জবাব দেব। সারা দেশ পাঁচ মিনিটে অচল করে দেওয়ার ক্ষমতা ছাত্রলিগের আছে।’ 

জয় বলেন, ‘জাতির পিতাকে নিয়ে দেশ বিরোধী কুচক্রী মহল, যারা পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করে। তারা আবার ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করেন।

 ছাত্রলিগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, ‘যারা সাম্প্রদায়িকতার বীজ এই দেশে ছড়িয়ে দিতে চায়, তারা দেশদ্রোহীতার শামিল বলে বিবেচিত হবে। পুলিশ বলছে, একদল উচ্ছৃঙ্খল লোক মসজিদের সামনে থাকা পুলিশের সঙ্গে ঠেলা-ধাক্কা দিয়ে, দুর্ব্যবহার করে পল্টন মোড়ের দিকে যায়। সেখানে থাকা পুলিশ সদস্যদেরও তাঁরা নাজেহাল করেন। এ সময় তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।ঘটনাস্থল থেকে তাঁরা ১৫ জনকে আটক করেছেন। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে।

প্রসঙ্গত, বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে হেফাজতে ইসলামসহ বিভিন্ন ইসলামি দল ও সংগঠন বক্তৃতা-বিবৃতি দিচ্ছে।এর আগে রাজধানীর দোলাইরপাড় চৌরাস্তায় বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের প্রতিবাদে ধূপখোলা মাঠে সমাবেশ করে ইসলামি আন্দোলন বাংলাদেশ।

এস এস