ন্যাভিগেশন মেনু

খুলনায় সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন


খুলনার রূপসা উপজেলায় শিহালী গ্রামের অর্ধশতাধিক হিন্দু পরিবারে হামলা, মন্দিরে হামলা, প্রতিমা, দোকানপাট ও বসতবাড়ি ভাংচুর ও সাভারে অধ্যক্ষ মিন্টু চন্দ্র মন্ডলকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ এবং সরকারি বাজেটে ৩ হাজার কোটি টাকা বরাদ্দের দাবিতে পাবনার ঈশ্বরদীতে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ আগস্ট) বেলা ১১টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড ১নং গেট সংলগ্ন সড়কে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, যুবজোট, ছাত্রজোট ঈশ্বরদী উপজেলা ও পৌর শাখা এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

এই মানববন্ধনে বাংলাদেশ হিন্দু মহাজোট, যুবজোট, ছাত্র মহাজোট ঈশ্বরদী উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ ছাড়াও হিন্দু সম্প্রদায়ের লোকজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

মানববন্ধনের পর পথসভায় বক্তব্য রাখেন, পূজা উদযাপন পরিষদ ঈশ্বরদী উপজেলা কমিটির সভাপতি সুনীল কুমার চক্রবর্তী, সাংবাদিক ও হিন্দু সম্প্রদায় নেতা স্বপন কুমার কুন্ডু, ছাত্রলীগ ঈশ্বরদী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সুমন কুমার দাস, হিন্দু মহাজোট ঈশ্বরদী উপজেলা কমিটির সভাপতি আশুতোষ কুমার পাল, সাধারণ সম্পাদক দেব দুলাল রায়, হিন্দু মহাজোট পৌর কমিটির সভাপতি উত্তম কুমার সাহা, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্যজোট ঈশ্বরদী পৌর কমিটির সভাপতি পার্থ প্রতিম দাস।

পথসভায় বক্তারা বলেন, বর্তমান সরকার সাম্প্রদায়িক বিরোধী ও উন্নয়নের সরকার। সরকারের উন্নয়নধারা বাধাগ্রস্ত করতে একটি কুচক্রিমহল দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। এদের খুঁজে বের করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তারা।

জিএইচ/এমআইআর/এডিবি