ন্যাভিগেশন মেনু

খুলনায় হত‌্যা মামলার আসামির মৃত্যুদণ্ড


খুলনার রূপসায় ভ্যানচালক ইমরান সরদার হত্যা মামলার একমাত্র আসামি আমির আলী মীর ওরফে কাওসারের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে এক হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মশিউর রহমান এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, ‘২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি দুপুরে ইউসুফ সরদারের ছেলে ইমরান সরদার বাড়ি থেকে তার ভ্যান নিয়ে বের হওয়ার পরে আর বাড়ি ফিরেনি। পরদিন সকালে রূপসার নন্দনপুরের একটি সুপারি বাগান থেকে ইমরানের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহতের বাবা ইউসুফ সরদার বাদী হয়ে অজ্ঞাত একজনকে আসামি করে রূপসা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। একই বছরের ২ জুলাই কওসারকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করা হয়।’

আদালত তার রায়ের পর্যালোচনায় জানান, ‘এ ঘটনার ৩২ সাক্ষীর মধ্যে ২৯ জন সাক্ষীর স্বাক্ষ্য শেষে আদালত এই রায় দেন। মূলত পারিবারিক কলহের জের ধরে ভ্যানচালক ইমরান সরদারকে হত্যা করে কাওসার। ফাঁসির রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।’

ওয়াই এ/এডিবি