ন্যাভিগেশন মেনু

খুলে দেওয়া হলো কুয়াকাটা পর্যটন কেন্দ্র


পটুয়াখালি থেকে সংবাদদাতা: করোনা সংক্রমণ রোধে গত ১৮ মার্চ থেকে বন্ধ থাকার পর পর্যটনকেন্দ্র সমুদ্রসৈকত কুয়াকাটা ১ জুলাই (বুধবার) খুলে দেওয়া হয়েছে।

যথাযথ প্রশিক্ষণ এবং সংক্রমণ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের পর হোটেলসহ অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান উন্মুক্ত করারও ঘোষণা করা হয়।

সামাজিক দূরত্ব বজায় রাখা এবং সংক্রমণ রোধে কার্যকর উপকরণ এবং প্রশিক্ষণ নিয়ে পর্যটকদের সেবা দেওয়া শুরু করেছে কুয়াকাটার দুই শতাধিক হোটেল এবং সব বাণিজ্যিক প্রতিষ্ঠান।

করোনাভাইরাসের কারনে দীর্ঘ সময় বন্ধ রাখা হয় এ পর্যটন কেন্দ্র। তবে করোনা সংক্রমরোধে যথাযথ প্রশিক্ষণ নিয়ে এ পর্যটন কেন্দ্র উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

এলাকা ঘুরে দেখা গেছে, কুয়াকাটা সৈকতসংলগ্ন জাতীয় উদ্যানের ঝাউবন, তালবাগান, লেম্পুচরসহ অন্যান্য বনাঞ্চলের বিভিন্ন পয়েন্টে কলাপাড়ার আশপাশ থেকে আসা কিছু পর্যটক ঘুরে বেড়িয়েছেন। স্থানীয় আবাসিক হোটেল-মোটেল, খাবার হোটেল-রেস্টুরেন্টসহ সব ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক-কর্মচারীরা সামান্য ব্যস্ত। বিভিন্ন আবাসিক এবং খাবার হেটেলের প্রবেশদ্বারে, পর্যটক বহনকারী যানবাহনে ভাইরাস ধ্বংসের সামগ্রী রাখা হয়েছে।

সিবি/এডিবি