ন্যাভিগেশন মেনু

গণস্বাস্থ্য কেন্দ্রের তৈরি কিট সরকারের কাছে হস্তান্তর শনিবার


করোনাভাইরাস পরীক্ষার কিট আবিষ্কার করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত করোনা পরীক্ষায় কিট আগামী শনিবার বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হবে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিবৃতিতে বলা হয়, ১৫ মিনিটে করোনাভাইরাস সংক্রমণ নিরুপনের জন্য গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত বহু প্রত্যাশিত GR Covid-19 Dot Blot সরকারের চূড়ান্ত অনুমোদনের জন্য শনিবার বেলা ১১টায় ধানমন্ডিস্থ গণস্বাস্থ্য নগর হাসপাতালের ৬ষ্ঠ তলায় গরিলা কমান্ডার মেজর এ টি এম হায়দার বীর বিক্রম মিলনায়তনে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে এবং বিশ্বস্বাস্থ্য সংস্থা ও মার্কিন CDC কেও পরীক্ষা ও মতামতের জন্য পর্যাপ্ত নমুনা দেওয়া হবে।

বাংলাদেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২১ জন আর আক্রান্ত হয়েছেন ৩৩০ জন।

এডিবি/