ন্যাভিগেশন মেনু

গরম কমেছে, বৃষ্টিপাতের সম্ভবনা


প্রচণ্ড তাপে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। তবে এরই মধ্যে গরম অনুভূতি কিছুটা কমেছে। আগামী দু'তিন দিনে আরও কমার সম্ভবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানায়,মৌসুমী বায়ু বঙ্গোপসাগরে প্রবল ও দেশের ওপর সক্রিয় থাকায় এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমায় এই কাঠ ফাটা গরমমের অনুভূতি কমেতে শুরু করেছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ২৪ ঘণ্টা আবহাওয়া বার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ মোহাম্মদ আরিফ হোসেন জানিয়েছেন, উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু সক্রিয় এবং বায়ুচাপ পার্থক্যের আধিক্য থাকার কারণে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাগরে বিচরণরত সব মাছ ধরা নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এক পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায় প্রবল অবস্থায় বিরাজ করছে।

এই অবস্থায় বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা নাগাদ রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। বৃষ্টিপাতের এ প্রবণতা আগামী দু'দিন অব্যাহত থাকবে। এরপর বৃষ্টিপাত আরও বাড়বে।

সিবি/এডিবি