ন্যাভিগেশন মেনু

গলাচিপায় অপহৃত কিশোরীকে উদ্ধার করেছে র‌্যাব


অপহণের সাতদিন পর পটুয়াখালীর গলাচিপায় অপহৃত এক কিশোরীকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮)। এ ঘটনায় সঙ্গে জড়িত এক যুবককে আটক করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) গভীর রাতে র্যাবের অধিনায়ক মো. রবিউল ইসলাম এর নেতৃত্বে বরিশাল জেলার বাবুগঞ্জের শোলক গ্রামে অভিয়ান পরিচালনা করে নির্মল করের ছেলে মূল অপহরণকারী অনিক করকে (২৮) আটক করা হয়।

এ বিষয়ে র্যাব জানায়, ‘আটকের পর অনিকের দেওয়া স্বীকারোক্তিতে মাদারীপুরের চতুরপাড়া গ্রামের নিখিল বিশ্বাসের বাসা থেকে পলাশ রানী দে (১৭) কে উদ্ধার করা হয়। রবিবার সকালে উদ্ধারকৃত কিশোরীকে ও আটককৃতকে পটুয়াখালী জেলার গলাচিপা থানায় হস্তান্তর করা হয়।’

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর দুপুরে কিশোরীকে বাসার সামনে হতে অপহরণ করে নিয়ে যায়। অপহৃত কিশোরীর পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে গলাচিপা থানায় একটি সাধারন ডায়েরি করে। কিশোরীকে উদ্ধারের পর এ ব্যাপারে পলাশ রানীর বাবা বাদী হয়ে পটুয়াখালী জেলার গলাচিপা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

কেবিডি/এমআইআর/এডিবি